সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে গিয়ে বাস থেকে পড়ে দুর্ঘটনায় প্রয়াত যুব তৃণমূল কর্মী। দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ ওই পরিবারের পাশে দাঁড়িয়ে দু’লক্ষ টাকা পাঠান। বুধবার বিকেলে সেই অর্থ নিয়েই পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব প্রয়াত যুব তৃণমূলকর্মীর বাড়ি বাঘমুন্ডির বুড়দায় যান।
মঙ্গলবার পুরুলিয়া শহরের উপকন্ঠে হুটমুড়া হাইস্কুল ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জনসভা ছিল। সেখানে বাস থেকে পড়ে প্রাণ হারান বাঘমুণ্ডির বুড়দার যুব তৃণমূল কর্মী বেঞ্জামিন সান্ডিলের। তারপরেই ওই পরিবারের পাশে দাঁড়ায় দলীয় নেতৃত্ব। যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওই পরিবারের পাশে আছেন তা তাঁদেরকে জানিয়ে দেন দলীয় নেতা-কর্মীরা। তাঁর পাঠানো আর্থিক সাহায্য এদিন বেঞ্জামিনের পরিজনদের হাতে তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেওয়ার কথাও জানান সভাধিপতি।
[আরও পড়ুন: ‘কর্মচারী হয়ে না থাকতে চাইলে বিজেপিতে আসতেই হবে’, রাজীবকে বার্তা শুভেন্দুর]
পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু বলেন, “আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যুব তৃণমূল কর্মীর (TMC Worker) পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দু’লক্ষ টাকা সাহায্য করেছেন। সভাধিপতিও নিহত কর্মীর কন্যার লেখাপড়ার দায়িত্ব নিলেন। দলীয় তরফে আমরা সবাই ওই পরিবারের পাশে আছি।” এদিন ওই কর্মীর বাড়িতে যান তৃণলের জেলা মুখপাত্র নবেন্দু মাহালি, আরেক কো-অর্ডিনেটর সুষেণ চন্দ্র মাঝি, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সুমিতা সিং মল্ল ও জেলা যুব তৃণমূল সভাপতি সুশান্ত মাহাত।