shono
Advertisement

‘ভোটের আগে অভিষেককে গ্রেপ্তার করা হবে’, মেসেজ পেয়ে উদ্বিগ্ন মমতা

কে মেসেজ করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।
Posted: 03:42 PM Aug 28, 2023Updated: 03:45 PM Aug 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনই ‘আশঙ্কা’ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেপ্তার করা হবে।” তবে কে মেসেজ করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। বরং সুজয়কৃষ্ণ ভদ্র সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তদন্ত নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সভা ছিল রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের। সেখানে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে দাঁড়িয়েই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি।” উল্লেখ করেন অভিষেক কলকাতায় ফেরার পরই ইডির অতি সক্রিয়তার কথাও। মমতার দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চলাকালীন সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দেয় ইডি। এ প্রসঙ্গে দলনেত্রী আরও বলেন, “তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরাও জানতে পেরেছি।” ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। মমতার আশঙ্কা, এসবের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। একই ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে অভিষেকের বক্তব্যেও।

[আরও পড়ুন: ‘মার গোলি, দেখি কত সাহস’, যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান কাণ্ডে গ্রেপ্তারির নির্দেশ মমতার]

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমি ফেরার পরই ইডি অতি তৎপর হয়েছে। অফিসে তল্লাশির সময় ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়ে এসেছে। ৭ দিন পর যদি সিবিআই আবার তল্লাশি চালাত, এই ফাইল উদ্ধার হত। তখন বলা হত, অভিষেকের অফিস থেকে কলেজের তালিকা উদ্ধার হয়েছে।” তবে কি নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়ে অভিষেককে গ্রেপ্তার ষড়যন্ত্র করা হচ্ছে? সেই আঁচই কি পেয়েছেন তৃণমূল সুপ্রিমো? প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

[আরও পড়ুন: শ্রম সংক্রান্ত ছোট অপরাধে আর জেল নয়, রেহাই মোটা জরিমানাতেই, বিধানসভায় পাশ নয়া বিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement