অভিষেক চৌধুরী, কালনা: নদিয়া যাওয়ার পথে কালনায় বিক্ষুদ্ধ আদিবাসী নেতাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন তাঁদের সঙ্গে। আশ্বাস দিলেন সমস্যা সমাধানের চেষ্টার।
বৃহস্পতিবার হুগলি জেলা থেকে বেরিয়ে সড়কপথে নদিয়া যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে কালনা ও ধাত্রীগ্রামে অভিষেকের সঙ্গে দেখা করার জন্য দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রাস্তার দুধারে। অন্যদিকে পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এদিন অভিষেককে উত্তরীয় পড়িয়ে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন। এদিকে ধাত্রীগ্রাম মোড়ে এদিন পথ অবরোধ করেন ১৫ টি আদিবাসী গণসংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম আদিবাসী অর্গানাইজেশনস অফ ওয়েষ্ট বেঙ্গল। রাস্তায় অভিষেককে পেয়ে তাঁরা তাঁদের দাবিপত্র পেশ করে। অভিষেকও তাঁদের সঙ্গে কথা বলে তাদের দাবিপত্র নেন।
[আরও পড়ুন: পঞ্চায়েত প্রধান হয়েও সাধারণ জীবনযাপন, অন্যের জমি চষে দিন গুজরান TMC নেতার]
সংগঠনের তরফে বৈদ্যনাথ হেমব্রম বলেন, “কুড়মি-সহ কোনও অ-আদিবাসী সম্প্রদায় যাতে আদিবাসী তকমা না পায়,সিআরআই রিপোর্ট যাতে পরিবর্তন না হয়,সেইসব দাবিকে সামনে রেখে এই কর্মসূচি।” তিনি আরও বলেন, “অভিষেকবাবু একজন বিরাট মাপের জননেতা। আমরা তাঁকে স্মারকলিপি দিয়েছি। উনি আমাদের দাবি সহানুভূতির সঙ্গে শুনেছেন। গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।” এদিন যাওয়ার পথে মন্ত্রী স্বপন দেবনাথকে পঞ্চায়েত ভোটে ভালো করে কাজ করে তৃণমূলকে জেতানোর কথা বলে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন।
এদিন একই জায়গায় বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিক্ষুদ্ধদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। কথা বলেন আন্দোলনকারী সঙ্গে। বলেন, “ওনারা আন্দোলন করছেন, কিন্তু অ্যাম্বুল্যান্স বা জরুরি গাড়ি যেতে দিচ্ছে। এভাবে আন্দোলনে সমস্যা হওয়ার কথা নয়।” রাজ্যের বিরুদ্ধে খানিকটা উষ্মাও প্রকাশ করতে দেখা যায় তাঁকে।