shono
Advertisement
Anirban Bhattacharya

'SIR কী বলছে/ ঝাড়াই-বাছাই চলছে', গানে 'হুল ফুটিয়ে' নিজেই শুনানিতে ডাক পেলেন অনির্বাণ

এসআইআর-এর গেরোয় অনির্বাণ ভট্টাচার্য।
Published By: Sandipta BhanjaPosted: 04:14 PM Dec 27, 2025Updated: 06:53 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমাদের কাছে কাগজ আছে/ ভাই, এসআইআর কী বলছে?/ ঝাড়াই-বাছাই চলছে...", মাসখানেক আগে সদলবলে মঞ্চ থেকে যিনি ব্যাঙ্গাত্মক সুরে 'হুল' ফুটিয়েছিলেন, এবার সেই অনির্বাণ ভট্টাচার্যেরই (Anirban Bhattacharya) ডাক পড়ল এসআইআর শুনানিতে। খবর, ২০০২ সালের তালিকায় নাম নেই অভিনেতা, গায়ক তথা পরিচালকের।

Advertisement

'কাগজ আমরা দেখাবই' বলে গানের ভাষাতেই বিদ্রুপবাণ ছুড়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। সেই গানের কথা যে এভাবে বাস্তবায়িত হয়ে যাবে, সেকথা বোধহয় স্বপ্নেও ভাবেননি অভিনেতা! সদ্য রাজ্যজুড়ে SIR-এর পয়লা পর্বের কাজ শেষ হয়েছে। আর তাতেই 'ঝাড়াই-বাছাইয়ে'র গেরোয় পড়েছেন অনির্বাণ। জানা গিয়েছে, এনিউমারেশন ফর্মে ২০০২ সালের কোনও যোগসূত্র দিতে পারেননি তিনি। কারণ সেসময়কার ভোটার তালিকায় অনির্বাণের মা-বাবা কিংবা ঠাকুরদা, ঠাকুমা কারও নাম নেই। যদিও পঁচিশ সালের ভোটার তালিকায় রয়েছে অনির্বাণের মা-বাবার নাম। তবে চলতি বছরেই জুলাই মাসে পিতৃবিয়োগ ঘটেছে অভিনেতা-পরিচালকের। আর সেই প্রেক্ষিতেই সশরীরে হাজির হয়ে 'কাগজ দেখানো'র ডাক পড়েছে অনির্বাণ ভট্টাচার্যের।

নিজস্ব চিত্র

মেদিনীপুরের শরৎপল্লীতে জন্ম অনির্বাণ ভট্টাচার্যের। বর্তমানে কর্মসূত্রে কলকাতায় তাঁর বাস। দীর্ঘদিন ধরেই গড়িয়াতে মা-বোনকে নিয়ে থাকেন তিনি। তবে মেদিনীপুরের ভোটার তালিকায় এখনও অনির্বাণের নাম জ্বলজ্বল করছে। নির্বাচন কমিশন সূত্র মারফৎ খবর, ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নং বুথের ভোটার টলিউড তারকা। অন্যদিকে অভিনেতার জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ২০০২ সালে তাঁর ভাই অর্থাৎ অনির্বাণের বাবা প্রদ্যুৎ ভট্টাচার্য কেন ভোটার তালিকায় নাম তোলেননি, সেটা তাঁর অজানা। তবে অভিনেতার দাদু-ঠাকুমা প্রয়াত হওয়ায় সেই তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের নাম।

অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছিলেন বিষয়টি তার জেঠু দেখছেন। যিনি এখনও মেদিনীপুরের বাসিন্দা। এদিকে বিদ্যুৎবাবুর বক্তব্য, "এলাকার তিনটি বুথে ঘুরেও কোনও ভোটার তালিকায় ভাইয়ের নাম পাইনি। সেসময়ে তো এত জটিলতা ছিল না। তবে এবারের ভোটার তালিকায় যাতে অনির্বাণ এবং পরিবারের সকলের নাম থাকে, সেটা দেখছি। তাছাড়া অনির্বাণের পাসপোর্ট-সহ একাধিক নথি রয়েছে। বিএলও'র সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে। কমিশন যে নথি চাইবে, সেটাই দেখাব। এদিকে অনির্বাণ জানান, ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে। তাই শুনানিতে ডাক পেলে নিশ্চয়ই যথাযথ নথিপত্র নিয়ে হাজির হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement