Advertisement
দিল্লিতে জমকালো রিসেপশন নীরজ-হিমানীর, উপস্থিত খোদ প্রধানমন্ত্রী! অতিথি তালিকায় আর কারা?
গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নীরজ।
বিয়ের ১০ মাস পর দিল্লিতে জমকালো রিসেপশন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবং তাঁর স্ত্রী হিমানী মোরের। শনিবার রাতে 'সোনার ছেলে' নীরজের এই রিসেপশনে উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে গত ২৬ ডিসেম্বর হরিয়ানার কর্নালে একটি রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নীরজ। সেখানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি।
এরপর শনিবার দিল্লির লীলা প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন বক্সার বীজেন্দ্র সিং বহু সেলিব্রিটি ও দুই পরিবারের সদস্যরা।
ভিভিআইপি সেই রিসেপশনের একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে প্রধানমন্ত্রী-সহ অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে নীরজ ও তাঁর টেনিস তারকা স্ত্রী হিমানীকে।
গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে ৭, লোককল্যাণ মার্গে তাঁর বাসভবনে গিয়েছিলেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবং তাঁর স্ত্রী হিমানী মোরে। অনুমান করা হচ্ছে, এই রিসেপশনে আসার আমন্ত্রণটা বোধহয় সেদিনই সেরে এসেছিলেন এই দম্পতি।
সোশাল মিডিয়ায় সেদিনের ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানী মোরের সঙ্গে সাক্ষাৎ হল আজ, ৭, লোককল্যাণ মার্গে। নানা বিষয়ে দুর্দান্ত আলাপচারিতা হয়েছে আমাদের মধ্যে, যার মধ্যে অবশ্যই ছিল খেলাধুলোও।’
Published By: Amit Kumar DasPosted: 11:58 PM Dec 27, 2025Updated: 11:58 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
