ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চোখের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে আমেরিকার হাসপাতালে ভরতি তিনি। ওই হাসপাতালে আরও একবার চোখের অস্ত্রোপচার হয়েছে তাঁর। অভিষেকের চোখের ছবি পোস্ট করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণাল ঘোষের (Kunal Ghosh) পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, মণি ছাড়া বাকি অংশ টকটকে লাল। বাঁ চোখের আশপাশের অংশ ফোলা। চোখের নিচে অস্ত্রোপচারের দাগও বেশ স্পষ্ট। ওই ছবিটি পোস্টের পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “যাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসায় অভ্যস্ত, এমনকী তাঁর চোখের চিকিৎসা নিয়েও নানা কথা রটান, তাঁরা ভাল করে ছবিটি দেখুন। এটা ওর চোখের আজকের অবস্থা। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। চোখে ভয়ংকর চোট। কলকাতা-সহ ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। সমস্যা কাটেনি। বেশিক্ষণ পড়লে চোখে ব্যথা হয়। মাথা যন্ত্রণা শুরু হয়। কখনও কখনও ঘুমোতে পারে না। এত জটিল অবস্থা যে একাধিক জায়গায় চিকিৎসা করেও স্বাভাবিকতা ফেরেনি। তাই এখন আরেকবার চেষ্টা। আমেরিকায় অস্ত্রোপচার। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। অভিষেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। চোখ স্বাভাবিকতায় ফিরুক।”
[আরও পড়ুন: বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক! কী জানাল চ্যানেল কর্তৃপক্ষ?]
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়।
তারপর থেকে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। আরও একবার আমেরিকার হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। অস্ত্রোপচার সফল বলেই মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি নবান্নে ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিষেকের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।