shono
Advertisement

Breaking News

সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দাসপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

আহত হয়েছেন ৩ জন।
Posted: 09:12 AM Feb 06, 2022Updated: 09:15 AM Feb 06, 2022

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) আনন্দ বদলে গেল বিষাদে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। জখম হয়েছেন ৩ জন। গুরুতর অসুস্থ অবস্থায় সোনাখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের।

Advertisement

জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন কিশোর। নাম ওয়াসিম খান। অপরজন বছর ২৯-এর সুমন সাঁতরা। কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধেয় আর পাঁচজনের মতোই সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তাঁরা। অনেক রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দেখেন। ফেরার সময় দাসপুরের চাঁইপাঠ এলাকায় ঘটে দুর্ঘটনা। উলটো দিক থেকে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

[আরও পড়ুন: এবারও এল না প্রেমপত্র, নেই তত্ত্বের ডালি বিনিময়ও, সরস্বতী পুজোয় বিষণ্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়]

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওয়াসিম ও সুমনের। গুরুতর জখম হন আরও ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তে। আহতদের ভরতি করা হয়েছে সোনাখালি গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিতে চালক-সহ ৩ জন করে আরোহী ছিলেন। চালক ছাড়া কারও হেলমেট ছিল না। এদিকে রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কলকাতার কসবায়। মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

প্রসঙ্গত, দুর্ঘটনা এড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বিভিন্ন এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচার করা হচ্ছে। সচেতনতা শিবিরের আয়োজনও করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই কমছে না দুর্ঘটনা। তবে কি ফাঁক থেকে যাচ্ছে প্রচারে? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: বাংলায় কমছে করোনা সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত দু’শোর বেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার