সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) কালে তারকার খোলস ছেড়ে আম জনতার কাছের মানুষ হয়ে উঠেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্নভাবে মানুষের মুশকিল আসান করেছেন। সর্বহারাদের মুখে হাসি ফুটিয়েছেন। পরিযায়ীদের ঘরে ফেরানোর দায়িত্ব পালন করে পরোপকারের এই সফর শুরু করেছিলেন। আজও তা অব্যাহত রেখেছেন সোনু সুদ (Sonu Sood)। অনুরাগীদের সারপ্রাইজ দেওয়ার ব্যাপারেও তাঁর জুড়ি মেলা ভার। তার প্রমাণ সম্প্রতি মিলল হায়দরাবাদে। সশরীরে নিজেই হাজির হয়ে গিয়েছিলেন অনুরাগীর দোকানের সামনে।
[আরও পড়ুন: রাজনৈতিক ঈর্ষাতেই কলকাতার সিনেমা হলে মুক্তি পাচ্ছে না বাঘিনী! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ‘মমতা’]
সোনুর কাজে প্রভাবিত হয়ে ফাস্ট ফুডের দোকানের নাম পালটে ‘লক্ষ্মী সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার’ রেখেছিলেন হায়দরাবাদের অনিল। সেই ছবি শেয়ারও করেছিলেন সোনু। জানিয়েছিলেন কৃতজ্ঞতা। কিন্তু আচমকা প্রিয় সেই মানুষটাই দোকানের সামনে এসে হাজির হবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি হায়দরাবাদের ফাস্ট ফুড বিক্রেতা। দোকানে সোনুকে দেখা মাত্রই ভিড় জমে যায়। প্রত্যেকের সেলফির আবদার রাখেন সোনু। অনিলের তৈরি ফ্রায়েড রাইস ও মাঞ্চুরিয়ানের প্রশংসাও করেন। জানান, যবে থেকে দোকানের কথা জেনেছেন আসার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে এতদিনে পূরণ হল।
করোনা (COVID-19) কালে নিজের কর্মের জোরেই বাস্তবের দুনিয়ায় নায়ক হয়ে উঠেছেন সোনু। নিজের সম্পত্তি বিকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোনুকে ঈশ্বরের সমতূল্য সম্মানই দিয়েছেন বহু মানুষ মানুষ। কিছুদিন আগেই অভিনেতাকে সম্মান জানিয়ে এলাকায় মন্দির তৈরি করেন তেলেঙ্গানার (Telengana) সিদ্দিপেট এলাকার ডুব্বা টান্ডা গ্রামের বাসিন্দারা। সেখানে সোনুর মূর্তি বসিয়ে পুজোও করা হয়।