shono
Advertisement

অচল সংসদে ক্ষুব্ধ আদবানী, ভাবনা পদত্যাগের

প্রাক্তন প্রধানমন্ত্রী আটলবিহারী বাজপেয়ী দলে থাকলে তিনিও যে ক্ষুব্ধ হতেন তা জানাতে ভোলেননি আদবানী৷ The post অচল সংসদে ক্ষুব্ধ আদবানী, ভাবনা পদত্যাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:16 PM Dec 15, 2016Updated: 02:46 PM Dec 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের চোটে বেহাল অবস্থা সংসদের৷ শীতকালীন অধিবেশন প্রায় নিস্ফলা৷ জারি অচলাবস্থা৷ এর এই প্রেক্ষিতেই প্রচণ্ড ক্ষুব্ধ বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানী৷ এমনকী পদত্যাগের ভাবনাও ভেবে ফেলেছেন তিনি৷

Advertisement

নোট বাতিলের পর সংসদে যে বিরোধীরা ঝড় তুলবে তা জানা কথাই ছিল৷ কিন্তু চাপানউতোর এমন জায়গায় পৌঁছেছে যে সংসদ প্রায় অচল৷ শীতকালীন অধিবেশনের গোড়া থেকে আজ পর্যন্ত কোনও কাজই এগোয়নি প্রায়৷ প্রতিদিনই মুলতুবি হয়েছে অধিবেশন৷ এ নিয়ে আগেই মুখ খুলেছিলেন আদবানী৷ সংসদের কাজে যেন কোনও বাধা না পড়ে তার আর্জি জানিয়েছিলেন৷ রাষ্ট্রপতিও সংসদের অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি৷ বৃহস্পতিবার এ নিয়ে ফের নিজের ক্ষোভ প্রকাশ করলেন আদবানী৷ তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে বর্ষিয়ান নেতা জানান, তাঁর স্বাস্থ্য ঠিকই আছে, কিন্তু সংসদের ‘স্বাস্থ্য’ ঠিক নেই৷ দলগুলির হারা-জেতার কাছে সংসদ যে প্রতিদিন হেরে যাচ্ছে এ কথাই বলেন তিনি৷ এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী আটলবিহারী বাজপেয়ী দলে থাকলে তিনিও যে ক্ষুব্ধ হতেন তা জানাতে ভোলেননি আদবানী৷ আর তারপরই তাঁর মন্তব্য, যেভাবে অচলাবস্থা চলছে তাতে তাঁর পদত্যাগ করা উচিত কি না, তা নিয়েও ভাবছেন তিনি৷

বর্ষিয়ান নেতার এই মন্তব্যের পর তুমুল ঝড় উঠেছে৷ একদিকে তো সংসদের অচলাবস্থা নিয়ে জমেছে অসন্তোষ৷ সেইসঙ্গে শাসকদলের ভূমিকা নিয়েও যেন প্রশ্ন তুলে দিল আদবানীর এই মন্তব্য৷

The post অচল সংসদে ক্ষুব্ধ আদবানী, ভাবনা পদত্যাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement