shono
Advertisement
Afro-Asia Cup

এক দলে খেলবেন ভারত-পাকিস্তান-বাংলাদেশের ক্রিকেটাররা! ফের চর্চায় অ্যাফ্রো-এশিয়া কাপ

চেষ্টা হলেও এই টুর্নামেন্ট হওয়াটা এতটা সহজ নয়।
Published By: Subhajit MandalPosted: 08:59 PM Sep 11, 2024Updated: 09:21 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দলে খেলতে দেখা যাবে ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা! নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে, ১৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাফ্রো-এশিয়া কাপ পুনরায় আয়োজনের চেষ্টা হচ্ছে। সেই চেষ্টা সফল হলে এশিয়ার সেরা ক্রিকেটাররা খেলতে পারেন একই দলে। উলটো দিকে খেলতে পারেন আফ্রিকার সেরারা।

Advertisement

২০০৫ ও ২০০৭ সালে অ্যাফ্রো-এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। সে সময় একই সঙ্গে খেলতে দেখা গিয়েছিল শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড় অনিল কুম্বলেদের। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সেরা ক্রিকেটারেরা মিলে তৈরি হত এশিয়ার সেরা দল। এশিয়ান ক্রিকেট সংস্থার অধীনে খেলত সেই দল। অন্যদিকে আফ্রিকা একাদশ তৈরি হত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়া এবং কেনিয়ার ক্রিকেটারের নিয়ে। সেই টুর্নামেন্ট রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যায় ২০০৭ সালে।

[আরও পড়ুন: মেসি-রোনাল্ডোর পর বিশ্বসেরা কে? ‘উত্তরসূরি’ বাছলেন স্বয়ং ক্রিশ্চিয়ানো]

গত ১৭ বছর ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্প্রচারের অসুবিধার কারণে তার পর থেকে আর এই অ্যাফ্রো-এশিয়া কাপ হয়নি। এ বার সেই প্রতিযোগিতা ফিরতে পারে। এবার ফের সেই টুর্নামেন্ট শুরুর চেষ্টা হচ্ছে। আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রাক্তন কর্তা সুমোদ দামোদর বলছেন, এই টুর্নামেন্ট না হওয়ায় ব্যক্তিগতভাবে তিনি দুঃখিত। তবে এ বার এই প্রতিযোগিতা হতে পারে। তিনি নিজে আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরমের সঙ্গে আলোচনা করবেন।

[আরও পড়ুন: ‘সোয়্যাগ’ দেখিয়ে অলিম্পিকে পদক, অক্টোবরে ভারতে তুরস্কের সেই ‘ভাইরাল’ শুটার]

তবে এই টুর্নামেন্ট হওয়াটা এতটা সহজ নয়। ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ বদলায়নি। আবার এই ধরনের টুর্নামেন্টের জন্য সূচি তৈরি করাও কঠিন। বিভিন্ন লিগ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে সময় বের করে সূচি বানাতে হবে। যা বেশ কঠিন কাজ। তাছাড়া আইসিসি বা এসিসি এই টুর্নামেন্টে আগ্রহী কিনা, সেটাও জানা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একই দলে খেলতে দেখা যাবে ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা! নয়া জল্পনা শুরু ক্রিকেট মহলে।
  • শোনা যাচ্ছে, ১৭ বছর আগে বন্ধ হয়ে যাওয়া অ্যাফ্রো-এশিয়া কাপ পুনরায় আয়োজনের চেষ্টা হচ্ছে।
  • সেই চেষ্টা সফল হলে এশিয়ার সেরা ক্রিকেটাররা খেলতে পারেন একই দলে।
Advertisement