shono
Advertisement

ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও - The post ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 AM Apr 20, 2017Updated: 02:55 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমা চেয়েছেন৷ তারপরই মিলেছে আকাশে ওড়ার ছাড়পত্র৷ কিন্তু তাতে বিন্দুমাত্র দমে যাননি শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়৷ স্বমহিমায় তিনি ফের দেখা দিলেন৷ এবার মাটিতে৷ এটিএমের কাছাকাছি মিলল তাঁর মেজাজের নমুনা৷ এটিএমে টাকা না মেলায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিবসেনা সাংসদ৷ এমনকী, পুলিশের উর্দি খুলে নেওয়ারও হুমকি দেন তিনি৷

Advertisement

[এবার মহাকাশে পাড়ি দেবে ইসরোর ‘গেম চেঞ্জার’]

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুর এলাকায়৷ সেখানেই একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন ওসমানাবাদের সাংসদ৷ কিন্তু তাতে টাকা ছিল না৷ আশেপাশের এটিএমগুলিতে ঘুরেও একই ফল পান তিনি৷ কোনটিতেই টাকা ছিল না৷ এতেই মেজাজ সপ্তমে পৌঁছে যায় গায়কোয়াড় সাহেবের৷ নিজের সঙ্গীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি৷ পুলিশ এসে তাঁকে বিক্ষোভ তুলে নিতে অনুরোধ জানায়৷ তাতে আরও ক্ষেপে ওঠেন সাংসদ৷ পুলিশের ওপরই চোটপাট করতে থাকেন উর্দি খুলে নেওয়ারও হুমকি দেন৷

#WATCH: Shiv Sena MP Ravindra Gaikwad argues with a police officer in Latur (Maharashtra) during a protest over a non-functioning ATM pic.twitter.com/k1rCa12aGc

— ANI (@ANI_news) April 19, 2017

টাকা না মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেন রবীন্দ্র গায়কোয়াড়৷ তিনি বলেন নোট বাতিলের সিদ্ধান্তের পর পঞ্চাশ দিন সময় চাওয়া হয়েছিল৷ জনতা ১০০ দিন দিয়ে ফেলেছে৷ ২০০ দিন হতে চলল৷ তাও পরিস্থিতি শোধরায়নি৷ এর দায় কেন্দ্রীয় ও রাজ্যের অর্থমন্ত্রকের৷

[বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জেট এয়ারওয়েজের দিল্লিগামী বিমান]

গায়কোয়াড়ের এই মেজাজের নমুনা মার্চ মাসেই পেয়েছিলেন এয়ার ইন্ডিয়ার এক কর্মী৷ যে ফ্লাইটে সবই ইকোনমি ক্লাসের সিট সেখানে বিজনেস ক্লাসের আসনের আবদার করেছিলেন সাংসদ৷ তা না দিতে পারার অপরাধে ২৫ বার চপ্পলের মার খেতে হয়েছিল ওই কর্মীকে৷ ভাইরাল হয়েছিল সেই ভিডিও৷ সাংসদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল এয়ার ইন্ডিয়া সহ একাধিক বিমান সংস্থা৷ বিষয়টি উঠেছিল সংসদকক্ষেও৷ শেষমেশ সমালোচনার জেরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন গায়কোয়াড়৷ তারপরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল বিমান সংস্থাগুলি৷ তবে তাতে যে তাঁর মেজাজের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, সে প্রমাণ মিলল এবার মহারাষ্ট্রের জমিতে৷

The post ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement