shono
Advertisement

অফ শোল্ডার পোশাক পরা মহিলাকে বিমানে উঠতে বাধা, কাঠগড়ায় আমেরিকান এয়ারলাইন্স

বিমানসেবিকার আচরণে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কর্তৃপক্ষ৷ The post অফ শোল্ডার পোশাক পরা মহিলাকে বিমানে উঠতে বাধা, কাঠগড়ায় আমেরিকান এয়ারলাইন্স appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Jul 10, 2019Updated: 05:45 PM Jul 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গায়ের জ্যাকেট আছে?’, বিমানসেবিকার এই প্রশ্নের উত্তরে মহিলা যাত্রীর উত্তর ছিল, ‘না’৷ আর তাতেই বিমানযাত্রায় বাধা৷ ছেলেকে নিয়ে সে যাত্রা জামাইকা থেকে মায়ামি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল মার্কিন মহিলা তিশা রোইর কাছে৷ তবে বিমানটি ছাড়তে চাননি তিনি৷ অনেকটা অপমান সহ্য করেও, সেই বিমানে বাড়ি ফেরেন তিনি৷   

Advertisement

[আরও পড়ুন: ভিডিও গেমে দুর্ঘটনা এড়ালেন পাইলট, সত্যি ভেবে প্রশংসা পাক মন্ত্রীর]

মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের বাসিন্দা তিশা রোই পেশায় একজন চিকিৎসক৷ ছেলেকে নিয়ে জামাইকা বেড়াতে গিয়েছিলেন৷ সপ্তাহখানেক সেখানে কাটিয়ে স্বদেশে ফিরবেন৷ আমেরিকান এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন৷ তাঁর কথায়, ‘ফেরার দিন বিমানবন্দরে ঢোকামাত্র আমার হঠাৎ খুব গরম লাগতে শুরু করে৷ ঘামতে থাকি৷ শৌচালয়ে গিয়ে চোখেমুখে জল দিই, পোশাকটাও পালটে নিই৷’ এই পোশাক পালটানোর পরই পরিস্থিতি পালটে যায়৷ তিশার পরনে ছিল ফুলছাপ অফ শোল্ডার একটি লং পোশাক৷ সেটি পরেই ছেলের হাত ধরে তিনি বিমানে উঠতে যান৷ অভিযোগ, তাঁকে আটকে দেন বিমানসেবিকা৷

তিশার অভিযোগ, বিমানসেবিকা তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনার সঙ্গে জ্যাকেট আছে?’ তিনি জানান, নেই৷ এরপর ওই যুবতী তাঁকে জানান, এমন খোলামেলা পোশাক পরে তিনি বিমানে উঠতে পারবেন না৷ তিশা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, পোশাকটি মোটেই অশালীন নয়৷ তাঁকে এবং ছেলেকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ করেন৷ প্রতিবারই ওই যুবতী প্রত্যাখ্যান করেন৷ তা দেখে তিশার ছেলেও তাঁকে নিয়ম মানার কথা বলে৷ এনিয়ে বেশ কিছুক্ষণ বিমানসেবিকার সঙ্গে বাদানুবাদের পর তিশা প্রায় মরিয়া হয়েই জানান যে বিমানটি ছেড়ে দিলে, তাঁর বাড়ি ফিরতে খুব সমস্যা হবে৷ প্রায় জোর করেই বিমানে উঠে নিজেদের আসনে বসে পড়েন তিশা এবং ছেলে৷

তিশার কথায়, ‘নিজের আসনে বসে আমার ৮ বছরের ছেলে মুখে রুমাল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল৷ ওর মনে হচ্ছিল যে ওর মা নিয়মবিরুদ্ধ কোনও কাজ করেছে৷ কিন্তু আমি ওকে বোঝাতে পারিনি যে কোনও অন্যায় আমি করিনি৷ বাকি সময়টা আমার এত খারাপ কেটেছে…’৷

[আরও পড়ুন:গোলিয়াধ-বধ করা নায়ক ডেভিডের গ্রাম কোথায়? বাইবেলের পাতা পেরিয়ে বাস্তবে মিলল উত্তর]

আমেরিকান এয়ারলাইন্সের বিমানসেবিকা তিশার পোশাকআশাক নিয়ে এসব বললে কী হবে, কর্তৃপক্ষ কিন্তু এসব জানার পর রীতিমতো অনুতপ্ত৷ সংস্থার মুখপাত্র গিলসন বিবৃতি দিয়ে বলেন, ‘আমরা ডক্টর রোইর কাছে ক্ষমাপ্রার্থী৷ আমাদের কাজ,যাত্রীদের পরিষেবা দেওয়া৷ কারও পরিচয়, পোশাক, পেশা-এসব দেখে পরিষেবা দিই না৷ ওনাকে এভাবে অপদস্থ করার মাশুল হিসেবে বিমানের ভাড়াটা ফেরত দিয়ে দেব৷’ আমেরিকান এয়ারলাইন্সের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে তুমুল সমালোচনা৷

The post অফ শোল্ডার পোশাক পরা মহিলাকে বিমানে উঠতে বাধা, কাঠগড়ায় আমেরিকান এয়ারলাইন্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement