সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই প্রিপেড গ্রাহকদের সুখবর দিয়েছিল Airtel। জানিয়েছিল, বেশ কয়েকটি প্ল্যানের সঙ্গে ফ্রি ইন্টারনেট কুপন দেবে কোম্পানি। যাতে আরও বেশি ডেটা ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারেন গ্রাহকরা। এবার আরও এক অভিনব অফারের কথা ঘোষণা করল এয়ারটেল। এবার চিপসের প্যাকেট কিনলেই বিনামূল্যে পেয়ে যাবেন ২ জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা!
পেপসিকো ইন্ডিয়ার (Pepsico India) সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই দুর্দান্ত অফার এনেছে এয়ারটেল। যতবার গ্রাহক লে’স, কুরকুরে, আঙ্কল চিপস-সহ পেপসিকো কোম্পানির চিপসের প্যাকেট কিনবেন, ততবার পেয়ে যাবেন ফ্রি ডেটা। কীভাবে? এবার চিপস খেয়েই প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিলে চলবে না। প্যাকেটের পিছনের দিকেই থাকবে একট কুপন কোড। যেমন দামের প্যাকেট কিনবেন, কুপনও পাবেন তেমন। ধরুন, ১০ টাকার চিপসের প্যাকেট কিনলে ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটার কুপন পাবেন। তেমনই ২০ টাকার প্যাকেটে মিলবে ২ জিবির কুপন। এবার জেনে নিন কীভাবে রিচার্জ করবেন।
[আরও পড়ুন: ফের ধামাকা, এবার ৩০ দিনের জন্য ফ্রি ইন্টারনেট ডেটা পরিষেবা পাবেন JioFiber গ্রাহকরা]
প্যাকেটের পিছনে দেওয়া কোডটি খুঁজে পেয়ে গেলে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নিন। এবার সেখানে ‘মাই কুপন’ সেকশনটিতে গিয়ে বসিয়ে দিন ওই কোড। ব্যস, এসএমএসের মাধ্যমেই জেনে যাবেন ফ্রি ডেটা পেয়ে গিয়েছেন। অ্যাকটিভ হওয়ার তিনদিন পর্যন্ত থাকবে ডেটার মেয়াদ। এ প্রসঙ্গে ভারতী এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার জানান, “গ্রাহকদের সেরা নেটওয়ার্ক দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এবার পেপসিকোর সঙ্গে হাত মিলিয়ে তাঁদের ফ্রি ডেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
দিন কয়েক আগেই ভারতী এয়ারটেলের চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছিলেন, আগামী ছ’মাসের মধ্যেই বাড়তে পারে রিচার্জের খরচ। ১ জিবি ডেটা পরিষেবার জন্য গ্রাহককে ১০০ টাকা গ্যাঁটের কড়ি খরচ করতে হতে পারে। তাঁর মন্তব্যে ইউজারদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে এই অভিনব অফার নিঃসন্দেহে গ্রাহকদের মুখে হাসি ফোটাবে।
[আরও পড়ুন: করোনার জীবাণু বধ করার যন্ত্র এল কলকাতায়, বিদ্যুৎ খরচ নামমাত্র]
The post চিপসের প্যাকেট কিনলেই মিলবে ২ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডেটা, দুর্দান্ত অফার দিচ্ছে Airtel appeared first on Sangbad Pratidin.