shono
Advertisement
Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যর বাপের বাড়িতেও অশান্তি? ভাইয়ের বউয়ের মন্তব্যে জল্পনা

কী এমন লিখলেন প্রাক্তন বিশ্বসুন্দরীর ভাই আদিত্যর স্ত্রী?
Published By: Suparna MajumderPosted: 09:48 AM Nov 27, 2024Updated: 05:13 PM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন বচ্চন পরিবারের অশান্তি ও অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা রটনা রটেছে। এবার এই জল্পনায় প্রাক্তন বিশ্বসুন্দরীর বাপের বাড়ির নামও জড়াল। অভিনেত্রীর ভাই আদিত্যর বউ শ্রীমা রাইয়ের মন্তব্যেই গুঞ্জনের সূত্রপাত।

Advertisement

কখনও ডিভোর্সের গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস, আবার পরক্ষণেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিক্ততার রটনা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। রটনা, শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপেরবাড়িতেই থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই তাঁর।

এমন পরিস্থিতিতেই সোশাল মিডিয়ায় করা শ্রীমার একটি মন্তব্য নিয়ে বিস্তর শোরগোল। মন্তব্যটি করা হয়েছিল ঐশ্বর্য-আদিত্যর মা বৃন্দা রাইয়ের জন্মদিনের পোস্টে। সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীমা। জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। তবে সেখানে ঐশ্বর্য ও আরাধ্যার ছবি খুব একটা দেখা যায় না। বৃন্দা রাইয়ের জন্মদিনের যে ছবি শ্রীমা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাতেও প্রাক্তন বিশ্বসুন্দরী ও তাঁর মেয়ে ছিল না। তা নিয়েই তরজা।

 

শ্রীমার এই পোস্টে কমেন্টবক্সে একজন লেখেন, 'উনি তো ঐশ্বর্য ও আরাধ্যার একটিও ছবি পোস্ট করেননি।' এতেই শ্রীমার জবাব, 'আপনি তাঁর (ঐশ্বর্যর) পেজে গিয়ে তাঁদের ছবিগুলো দেখে নিতে পারেন। আর সেখানে তাঁদেরই ছবি দেখতে পাবেন, আমাদের একটিও ছবি দেখতে পাবেন না। দেখে শান্তি পাবেন।' এতেই আবার নেটিজেনের প্রতিক্রিয়া ঐশ্বর্যকে 'হিংসা' করেন শ্রীমা। একজন লেখেন, 'এই ছবি না দেখলে তো আমি জানতেও পারতাম না আপনি ঐশ্বর্যর ভাইয়ের বউ।'

উল্লেখ্য, ঐশ্বর্যর ননদ শ্বেতার সঙ্গে শ্রীমার খুব ভালো সম্পর্ক। শ্বেতা ও তাঁর স্বামীর পাঠানো ফুলের তোড়ার ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। কেন শ্বেতা এই ফুল, ঐশ্বর্যর ভাইয়ের বউকে পাঠিয়েছিলেন, তা জানা যায়নি। তবে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে শ্বেতা ও তাঁর স্বামী নিখিল নন্দাকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এতদিন বচ্চন পরিবারের অশান্তি ও অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা রটনা রটেছে।
  • এবার এই জল্পনায় প্রাক্তন বিশ্বসুন্দরীর বাপের বাড়ির নামও জড়াল।
  • অভিনেত্রীর ভাই আদিত্যর বউ শ্রীমা রাইয়ের মন্তব্যেই গুঞ্জনের সূত্রপাত।
Advertisement