সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার উত্তরসূরি কে তা নিয়ে জোর জল্পনা বলিপাড়ায়। নাহ অভিনয় জগতে নয়, রাজনীতির ময়দানে। প্রয়াত বিনোদ খান্না পাঞ্জাবের গুরদাসপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন। তাঁর অকালপ্রয়াণে এবার ওই আসনে উপ নির্বাচন হবে। কিন্তু জোর জল্পনা রাজনীতির বাইরে কাউকে প্রার্থী করতে পারে বিজেপি। সেক্ষেত্রে বিনোদ খান্নার মতো চলচ্চিত্র জগতের কেউই দলের প্রথম পছন্দ। সেক্ষেত্রে কে হবেন প্রার্থী তা নিয়ে বেশ গুঞ্জন বলিউডে।
[মারিও টেস্টিনোর ‘টাওয়েল সিরিজে’র নয়া মুখ এবার এই অভিনেতা]
শোনা যাচ্ছে, ঋষি কাপুর অথবা সদ্য জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা অক্ষয় কুমারকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। কিন্তু ভোটে লড়ার কথা উড়িয়ে দিয়েছেন বলিউডের খিলাড়ি। ৪৯ বছরের অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, ভোটে লড়ার কোনও ইচ্ছাই তাঁর নেই। তিনি বলেছেন, ‘জানি না কোথা থেকে এসব খবর ছড়ায়। এখন আগামী ছবি ‘প্যাডম্যান’-এর জন্য শুটিংয়ে ব্যস্ত আমি। এসব গুজব থেকে অনেক দূরে বেশ আছি।’
[বাহুবলীর টানে বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় এলেন ৪০ জন বাংলাদেশি]
বৃহস্পতিবার বেশ কিছু সংবাদ সংস্থা, ওয়েবসাইটে খবর ছড়ায় প্রয়াত বিনোদ খান্নার জায়গায় গুরদাসপুর আসনের টিকিট পেতে পারেন তাঁর স্ত্রী কবিতা খান্না বা ছেলে অথবা অক্ষয় কুমারকে দেওয়া হতে পারে। তারপরই খবর পাওয়া যায়, ঋষি কাপুর এবং অক্ষয় কুমারের মধ্যে কেউ ভোটে দাঁড়াতে পারেন। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ ছিলেন ঋষি। অন্যদিকে, অক্ষয় কুমার এমন খবরকে ধর্তব্যের মধ্যেই রাখছেন না। তাঁর সাফ কথা, রাজনীতি নিয়ে তিনি কোনওদিন ভাবেননি। ভোটে দাঁড়ানোর কোনও প্রশ্নই ওঠে না।