সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার যখন তামাম দুনিয়া ভ্যালেন্টাইনস ডে নিয়ে ব্যস্ত। সেলেবদের পাশাপাশি আমজনতাও সোশাল মিডিয়া রাঙিয়ে দিয়েছে লালে। প্রেমদিবসের শুভেচ্ছার জোয়ারে ভাসছে আট থেকে আশি, তখন স্বজন হারা কিছু পরিবারের কথা মনে করিয়ে দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। স্মরণ করিয়ে দিলেন যে, ১৪ তারিখ শুধু প্রেমদিবস নয়, এদিন পুলওয়ামা হামলার (Pulwama Attack) ঘটনাও ঘটেছিল। যে হামলায় প্রাণ হারিয়েছেন দেশের ৪০ বীরসন্তান।

অক্ষয়ের সোশাল মিডিয়ায় প্রেমদিবস সম্পর্কিত কোন পোস্ট নেই। বরং পুলওয়ামা হামলার শহিদদের স্মরণ করেছেন তিনি। তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা- "দেশের জন্য যাঁরা প্রাণ দেন, তাঁর অমরত্ব লাভ করেন। পুলওয়ামা হামলায় শহিদ হওয়া দেশের সেই বীর সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধা রইল। ওঁদের কথা চিরকাল মনে রাখব। আর শহিদদের পরিবারের পাশে আজীবন থাকব। জয় হিন্দ।" প্রসঙ্গত, সিনেমার পর্দায় হোক বা বাস্তবজীবনে, বরাবর নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করে এসেছেন অভিনেতা। এবার প্রেমদিবসে মজে থাকা প্রজন্মকে পুলওয়ামার কথা মনে করিয়ে দেওয়ার জন্য অক্ষয়কে অনেকেই বাহবা জানিয়েছেন।
ক্যালেন্ডার বলছে, কেটে গিয়েছে ছ'-ছটা বছর। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের লেথপোরায় ঘটে যাওয়া সেই নাশকতার পর ঘটে গিয়েছে অনেক পরিবর্তন। যেখানে বদল আসেনি, তা শুধু স্বজনহারানো পরিবারগুলির হাহাকার। হাওড়ার বাবলু সাঁতরা, নদিয়ার সুদীপ বিশ্বাসদের মতো অসম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ দেশের ১৬টি রাজ্যের ৪০টি পরিবার গত পাঁচ বছরের মতো এবারও কাটছে নিজেদের প্রাণের মানুষের ছবিগুলোকে বুকে আগলে রেখে। লেথপোরার ৪৪ নম্বর জাতীয় সড়কে সিআরপিএফ শ্রদ্ধা জানিয়েছে বীর শহিদদের। প্রতিবারের মতো এবারও জম্মু-কাশ্মীর বিজেপিও স্মরণ করেছে শহিদদের। বাবলুর স্ত্রী মিতা পেয়েছেন চাকরি। পেনশন চালু হয়েছে সুদীপের মায়ের। কিন্তু স্বজন হারানোর শোক কি আর এর মাধ্যমে পূরণ হয়? দুই বাড়িতেই এদিন বাৎসরিক অনুষ্ঠান হল। সেই বীর সৈনিকদের কথাই নিজের পোস্টে মনে করিয়ে দিলেন অক্ষয় কুমার।