সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে 'রাত দখলে'র সাক্ষী থাকল কলকাতা। সারা দেশে ছড়িয়ে পড়ছে এর আঁচ। টলিপাড়ার তারকাদের অধিকাংশ রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। এদিকে সোশাল মিডিয়ার মাধ্যমে সোচ্চার হচ্ছেন বলিউডের তারকারা। নির্ভয়ার প্রসঙ্গ তুলে RG Kar কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)।
একাধিক পোস্ট শেয়ার করেছেন আলিয়া। যার প্রথমেই লেখা, "আরেকটা নৃশংস ধর্ষণ। মেয়েরা যে কোথাও নিরাপদ নয় তা আরেকবার বুঝতে পারা। আরও একটা ভয়ংকর নৃশংসতা আমাদের মনে করিয়ে দিল নির্ভয়া ট্র্যাজেডির এক দশকেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনও কিছুই পালটায়নি।"
[আরও পড়ুন: ‘Happy Independence Day পোস্ট করে লোক হাসাবেন না’, ঝাঁঝালো প্রতিবাদ বিবৃতির ]
নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) ২০২২ সালের রিপোর্ট দিয়ে অভিনেত্রী লেখেন, "আমাদের, নারীদের কেমন মনে হওয়া উচিত? এটাই যদি আমাদের মনের ভিতরে চলতে থাকে তাহলে রোজ কাজে যাব কেমন করে? ভয়ংকর এই ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দিয়েছে যে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক অসামঞ্জস্যপূর্ণভাবে ভার বহন করে।"
অভিনেত্রীর বক্তব্য, "একের পর এক অপরাধ এবং নির্যাতিত নারী সত্ত্বেও পরিস্থিতি যে পালটাবে সেই আশা নেই। আমরা এই তরুণীকে বাঁচাতে পারিনি, কিন্তু এমন ঘটনা যাতে আর না ঘটে সেই চেষ্টা করতে পারি। ক্ষমতাধরদের আমার অনুরোধ - নারীদের নিরাপত্তার উপরে জোর দিন, তাঁদের জন্য নিরাপদ স্থান তৈরিতে নজর দিন আর সুরক্ষা বাড়ান। কেন? এই শব্দে জোর দিন। দেয়াল লিখন, আমাদের সমাজ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে মৌলিকভাবে কিছু ভুল আছে।" সবশেষে অভিনেত্রী লেখেন, "নারীকে পথ পরিবর্তন করতে বোলো না, ভূমিকে বাসযোগ্য কর। প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার আছে।"