shono
Advertisement

ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ রয়েছে ট্রাম্পের! অদ্ভুত দাবি ইজরায়েলের গবেষকের

ভিনগ্রহীদের সংগঠনের নাকি চুক্তিও হয়েছে আমেরিকার সঙ্গে!
Posted: 04:14 PM Dec 09, 2020Updated: 04:14 PM Dec 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই কি পৃথিবী এই মহাবিশ্বে একলা? নাকি অন্য গ্রহেও আছে প্রাণ? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। কিন্তু এবার এক চাঞ্চল্যকর ও অদ্ভুত দাবি করলেন ইজরায়েলের (Israel) মহাকাশ নিরাপত্তা বাহিনীর প্রাক্তন প্রধান হাইম এশেদ। ৮৭ বছরের এশেদের দাবি, ভিনগ্রহীরা (Alien) রয়েছে। এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেটা জানেনও! এমনকী মার্কিন প্রশাসনের সঙ্গে ভিনগ্রহীদের সংগঠনের নাকি রীতিমতো চুক্তিও হয়েছে!

Advertisement

ঠিক কী নিয়ে হয়েছে ওই চুক্তি? এশেদ জানাচ্ছেন, ভিনগ্রহীরা মহাবিশ্বের গঠন নিয়ে গবেষণা করতে চায়। সেই নিয়েই চুক্তি। এমনকী মঙ্গলে নাকি সেজন্য মাটির তলায় গুপ্ত ঘাঁটিও বানানো হয়েছে বলে দাবি অশীতিপর এশেদের। কিন্তু কেন এমন চুক্তির কথা গোপন রাখা হয়েছে? আসলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টা গোপন রেখেছে, কারণ মানব সভ্যতা এখনই এর জন্য প্রস্তুত নয়। ভিনগ্রহীদের ইচ্ছা, মানুষ আরও উন্নতি করুক এই সংক্রান্ত গবেষণায়। তাহলেই তারা মহাকাশের রহস্যকে বুঝতে পারবে। এমনই দাবি এশেদের। এই একই দাবি তিনি তাঁর বই ‘দ্য ইউনিভার্স বিয়ন্ড দ্য হরাইজন’-এও করেছেন।

[আরও পড়ুন: মহাকাশ অভিযানে বাড়ছে বেসরকারি উদ্যোগ, এবার চাঁদে মহিলা নভোশ্চর পাঠাবেন আমাজন কর্তা]

সেই সঙ্গে তিনি এমন দাবিও করেছেন, পাঁচ বছর আগে এমন দাবি করলে তাঁকে হাসপাতালে পাঠানো হত। তবে তিনি এমন সব দাবি করার পরেও এখনও পর্যন্ত মার্কিন প্রশাসন কিংবা খোদ ট্রাম্প, কেউই কোনও টিপ্পনি করেনি বিষয়টি নিয়ে। কিন্তু নেটিজেনরা দারুণ উত্তেজিত এমন অদ্ভুত দাবির কথা জেনে। এক নেটিজেন টুইটারে লিখেছেন, ‘‘২০২০ সালে এমনিতেই আজব ব্যাপার স্যাপার ঘটে চলেছে। এবার ইজরায়েলের অধ্যাপক দাবি করেছেন, তাঁর দেশ ও আমেরিকার সঙ্গে ভিনগ্রহীদের যোগাযোগ রয়েছে।’’ এই নিয়ে নানা মিমও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

প্রসঙ্গত, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে তর্ক আজকের নয়। এমনিতেই বহু কন্সপিরেসি থিয়োরিস্টরা বিভিন্ন সময়ে আকাশে ইউএফও দেখতে পাওয়ার মতো আজব দাবি করেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও ভিনগ্রহীদের অস্তিত্বের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক প্রমাণও মেলেনি।

[আরও পড়ুন: করোনার থাবা মহাকাশ অভিযানে, আরও পিছোতে পারে ইসরোর ‘‌গগনযান’‌ মিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement