সোমনাথ রায়, নয়াদিল্লি: তিহাড় জেলে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলের সঙ্গে মেয়ে সুকন্যার সাক্ষাৎ। ফের আবেগে ভাসলেন দু’জনেই। কান্নায় ভেঙে পড়লেন তাঁরা। “চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে”, মেয়েকে আশ্বাস বাবার।
তিহাড় জেল সূত্রে খবর, আধঘণ্টা কথা হয় দু’জনের। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সুকন্যাও কান্নাকাটি করেন। অনুব্রত মেয়েকে বলেন, “তোর দিল্লি আসা উচিত হয়নি।” জবাব দেন সুকন্যা। তিনি বলেন, “বারবার নোটিস পাঠিয়েছিল আমায়। কী করতাম? বাধ্য হয়ে দিল্লিতে আসতে হল।” কান্না ভেজা চোখে মেয়েকে আশ্বাস দেন অনুব্রত। বলেন, “চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে।”
[আরও পড়ুন: ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব’, কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের]
গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগার পর এখন তাঁর বর্তমান ঠিকানা তিহাড় জেল। তাঁর গ্রেপ্তারির আটমাস পর মেয়ে সুকন্যাও গ্রেপ্তার হন। তিনিও বর্তমানে রয়েছেন তিহাড় জেলে। মেয়ের গ্রেপ্তারি একেবারেই মানতে পারছেন না অনুব্রত।
কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেছেন, “মেয়ের গ্রেপ্তারি কোনও বাহাদুরি নয়।” আবার কখনও ইডি আধিকারিকের হাত ধরে মেয়েকে কেন গ্রেপ্তার করলেন, সে প্রশ্ন করতেও শোনা গিয়েছে। আবার মেয়ের জামিন নিয়ে ভগবানকে কাতর আরজি জানাতেও শোনা গিয়েছে। এবারের সাক্ষাতেও মেয়ের গ্রেপ্তারি নিয়ে হতাশা প্রকাশ করতেই দেখা গেল অনুব্রতকে।