shono
Advertisement
Maheshtala

মহেশতলায় তৃণমূল কাউন্সিলের নামে তোলাবাজি! না দেওয়ায় দুষ্কৃতীদের মারে হাসপাতালে ব্যবসায়ী

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
Published By: Suhrid DasPosted: 05:00 PM Feb 09, 2025Updated: 05:00 PM Feb 09, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ। লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল। দাবি না মানায় বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যবসায়ী-সহ কয়েকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। ঘটনা জানাজানি হতে আজ শনিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ সন্তোষপুর রোড অবরোধ করে রাখেন তাঁরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডল। অভিযোগ, তাঁর নাম করে দুই দুষ্কৃতী এক ব্যবসায়ীর কাছে এসে এক লক্ষ টাকার বেশি দাবি করে। আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের দাবি, তাঁদের পুরনো একটি দোকান ভগ্ন অবস্থায় ছিল। সেটিকেই সারানোর কাজ চলছিল। সেসময় দুই দুষ্কৃতী সেখানে হানা দিয়ে ওই টাকা দাবি করে। টাকা দিতে রাজি হননি ওই ব্যক্তি। তখন তাঁকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁকে বাঁচাতে এসে বেশ কয়েকজন ব্যক্তিও গুরুতর জখম হয়েছেন।

কাউন্সিলরের নাম করে হুমকি দিয়ে এলাকা ছাড়ে অভিযুক্তরা। এই মুহূর্তে আক্রান্তরা কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিন বেলা ১২টা থেকে সন্তোষপুর রোড অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘ সময় এই অবরোধ চলে। ঘটনাস্থলে যান ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডল। তিনি জানান, ওই দুষ্কৃতীদের চেনেন না। তিনিও দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

ডিএসপি(শিল্প) কামরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকে দেখেও বিক্ষোভ চলতে থাকে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে দীর্ঘ সময় পরে ওই অবরোধ ওঠে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
  • শনিবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
  • দীর্ঘক্ষণ সন্তোষপুর রোড অবরোধ করে রাখেন তাঁরা।
Advertisement