সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তানের আসল রূপ। এতদিন জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকার না করলেও এবার ধরা পড়ল মুখোশের আড়ালে থাকা তাদের জঘন্য রূপ। যে হাফিজ সইদ মুম্বই হামলা-সহ ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রী। তাকে প্রয়োজনীয় টাকা তুলতে দেওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আরজি জানাল পাকিস্তান। পাশে দাঁড়াল আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর।
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে সুর ব্রিটিশ বিরোধী দলের, তোপ দাগল ভারত]
জানা গিয়েছে, কিছুদিন আগে হাফিজ সইদকে দেড় লক্ষ টাকা তুলতে দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন করে পাকিস্তান। নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদের যে কমিটি জঙ্গিদের উপর নজর রাখে তাদের একটি চিঠি পাঠায়। তাতে ইমরানের সরকারের তরফে উল্লেখ করা হয়েছে যে হাফিজের উপর তার পরিবারের চারজন সদস্য নির্ভরশীল। তাদের দৈনন্দিন খাদ্য, পানীয় ও বস্ত্র জোগাড়ের দায়িত্ব হাফিজ সইদের উপরেই রয়েছে। তাই টাকা তুলতে না দেওয়া হলে ওই সদস্যদের জীবনধারণ করা অসম্ভব হয়ে পড়বে। আরও জানানো হয়, ১৯৭৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লাহৌরের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ছিল হাফিজ। সেখানে ২৫ বছর চাকরি করার ফলে সে পাকিস্তানি মুদ্রায় ৪৫ হাজার সাতশো টাকা পেনশনও পায়। কিন্তু, রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা থাকায় হাফিজ সেই টাকা তুলতে পারছে না।
[আরও পড়ুন: লুকোচুরি খেলা শেষ, মেহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেবে অ্যান্টিগা সরকার]
পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ১২৬৭ (১৯৯৯), ১৯৮৯ (২০১১), ২২৫৩ (২০১৫) কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জঙ্গি হাফিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পাকিস্তান। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়ার উগ্রবাদী কার্যকলাপের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল তারা। তবে এখন রাষ্ট্রসংঘ পাকিস্তানের আবেদনে সাড়া দেওয়ায় নিজের ও সংসার খরচের জন্য টাকা তুলতে পারবে হাফিজ। পাকিস্তানের হাফিজের প্রতি দরদই ফের সন্ত্রাসের মদতদাতা হিসেবে চিহ্নিত করল তাদের।
The post হাফিজ সইদকে প্রয়োজনীয় টাকা তুলতে দেওয়া হোক, রাষ্ট্রসংঘের কাছে আবেদন পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.