shono
Advertisement

মার্কিন মুলুকে পুড়ছে ‘নাইকি’র সরঞ্জাম, নয়া বিজ্ঞাপন ঘিরে বিতর্কে সংস্থা

কেন জানেন?
Posted: 09:10 PM Sep 05, 2018Updated: 09:34 PM Sep 05, 2018
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি তাঁদের নয়া বিজ্ঞাপন প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘নাইকি’৷ যেখানে দেখা গিয়েছে আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগের খেলোয়াড় কলিন কেপারনিককে৷ আর এই বিজ্ঞাপনই গোটা মার্কিন মুলুকে তৈরি করেছে নয়া বিতর্ক৷ নাইকির প্রতিবাদে এই সংস্থার ক্রীড়া সরঞ্জাম আগুনে পোড়াতে শুরু করেছেন মার্কিন নাগরিকরা৷ সেই ছবি তাঁরা আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেছে নাইকি বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদের হ্যাশট্যাগ৷ বিজ্ঞাপনটির নিন্দা করে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

Advertisement

[নেহেরুর দাঁতের ডাক্তারের ছেলে বসলেন পাক রাষ্ট্রপতির আসনে]

এখন প্রশ্ন হল এই প্রতিবাদের কারণ কী? তা জানতে গেলে ফিরে যেতে হবে অতীতে৷ ২০১৬-তে ন্যাশনাল ফুটবল লিগের একটি ম্যাচের আগে অভিনব পদ্ধতিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কলিন কেপারনিক৷ তিনিই বর্তমানে প্রোট্যাগনিস্টের ভূমিকায় রয়েছেন নাইকির বিজ্ঞাপনটিতে৷ জানা গিয়েছে, সান ফ্রান্সিসকোতে হওয়া ওই ফুটবল ম্যাচে আমেরিকান জাতীয় সঙ্গীত চলার সময় এক হাঁটু গেড়ে মাটিতে বসে থাকতে দেখা যায় তাঁকে৷ পুলিশের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ করতে শোনা যায় তাঁকে৷ এই প্রতিবাদেই ওই কীর্তি করেন বলে নিজেই জানিয়েছেন কেপারনিক৷ এরপরই তাঁর উপর নেমে আসে শাস্তির খাঁড়া৷ জাতীয় সঙ্গীতকে অপমান করার পালটা অভিযোগে দল থেকে কেপারনিককে বাদ দেওয়া হয়৷ এমনকি এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত অন্যকোনও দল তাঁকে নেয়নি৷

[মৃত ‘হাক্কানি নেটওয়ার্ক’-এর প্রতিষ্ঠাতা, স্বস্তির স্বাস ফেলল আমেরিকা]

মঙ্গলবার নাইকির “Just Do It” স্লোগানের ত্রিশ বছর উপলক্ষে প্রকাশ্যে আনা হয় এই বিজ্ঞাপনটি৷ যেখানে কেপারনিককে বলতে শোনা যায়, “Believe in something. Even if it means sacrificing everything.” এরপরেই ক্ষোভ ছড়ায় গোটা আমেরিকায়৷ জাতীয় সঙ্গীতকে অপমান করেছে এমন একজনকে বিজ্ঞাপনে সুযোগ দেওয়ায় নাইকির বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে দেখা যায় মার্কিন নাগরিকদের৷ নিজেদের কাছে থাকা নাইকির প্রোডাক্ট পুড়িয়ে ক্ষোভ দেখান তাঁরা৷ এই বিজ্ঞাপনের মাধ্যমে নাইকি দেশবিরোধী কাজে মদত দিচ্ছে বলে অভিযোগ করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement