shono
Advertisement

Breaking News

Aishwarya-Abhishek

'কে বলে সম্পর্ক নেই!', শত্তুরের মুখে ছাই দিয়ে অভিষেক-ঐশ্বর্যর 'হ্যাপি মোমেন্ট'-এর ভিডিও

মেয়ে আরাধ্যাকে নিয়ে হাসিখুশি মেজাজে আড্ডা অভিষেক-ঐশ্বর্যর। কোথায়?
Published By: Sandipta BhanjaPosted: 12:20 PM Oct 14, 2024Updated: 12:20 PM Oct 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় বচ্চন পরিবারের টানাপোড়েন নিয়ে নানা জল্পনা শোনা যায়। এই জল্পনায় ঘৃতাহুতি তখন পড়ে, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চনদের সঙ্গে নয়, মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই গিয়েছিলেন ঐশ্বর্য রাই। ক্যামেরার সামনেও আলাদাই পোজ দেন। তখনই প্রশ্ন উঠে, 'আম্বানিদের বিয়েতেও মান-অভিমানের পালা,আলাদা টিম?' অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya-Abhishek) ডিভোর্সের জল্পনা নিয়ে চর্চার অন্ত নেই! এবার শত্তুরের মুখে ছাই দিয়েই প্রকাশ্যে এল অভিষেক-ঐশ্বর্যর 'হ্যাপি মোমেন্ট'-এর ভিডিও। কোথায়?

Advertisement

এবারও সেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠান থেকেই ভিডিও প্রকাশ্যে এসেছে। জামনগরের অনুষ্ঠানের ডকুমেন্টারি ভিডিওতেই ক্যামেরায় ধরা পড়েছে অভিষেক-ঐশ্বর্যর হাসিখুশি মেজাজের মুহূর্ত। তারকাদম্পতির মাঝে বসে মেয়ে আরাধ্যাও ততোধিক খুশির আমেজে। সেখানেই দেখা গেল, রং মিলান্তি পোশাকে সেজেছিলেন জুনিয়র বচ্চন দম্পতি। সোফায় একসঙ্গে বসে অনন্ত-রাধিকার প্রাকবিবাহের জমজমাট অনুষ্ঠান উপভোগ করছেন। আরাধ্যাও সেখানে মা-বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেল।

শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্য়ই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন! বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! বলিউডে কানাঘুষো শোনা যায়, মেয়েকে বিলাসবহুল বাংলো প্রতীক্ষা উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বউমা ঐশ্বর্য (Aishwarya Rai)। দীর্ঘদিন জনসমক্ষে একফ্রেমে ধরাও দেন না জুনিয়র বচ্চন দম্পতি। তবে এবার অনন্ত-রাধিকার বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গেল তাঁদের 'সুখী মুহূর্ত'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামনগরের অনুষ্ঠানের ডকুমেন্টারি ভিডিওতেই ক্যামেরায় ধরা পড়েছে অভিষেক-ঐশ্বর্যর হাসিখুশি মেজাজের মুহূর্ত।
  • আম্বানিদের বিয়ের অনুষ্ঠান থেকেই ভিডিও প্রকাশ্যে এসেছে।
  • রং মিলান্তি পোশাকে সেজেছিলেন জুনিয়র বচ্চন দম্পতি।
Advertisement