সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের দ্বিতীয় দিনে সাতসকালে টলিউডের অন্দরে খারাপ খবর। ৫৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত পরিচালক অরুণ রায় (Arun Roy)। যাঁর হাত ধরে বাংলার মানুষ 'এগারো' দেখেছেন, বিনয়-বাদল-দিনেশকে পেয়েছেন। যাঁর পরিচালনায় সিনেপর্দায় জীবন্ত হয়ে উঠেছে ভারতীয় সিনেমার আদিপুরুষ হীরালাল সেন। এমনকী, সিনেপ্রেমীদের মন জয় করেছে তাঁর তৈরি বাঘা যতীন, সেই প্রিয় পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড।
অভিনেত্রী রুক্মিণী মৈত্রর কাছে অরুণ রায় ছিলেন শিক্ষকের মতো। তাঁকে হিরো বলেও ডাকতেন রুক্মিণী। আর তাই তো সেই প্রিয় হিরো, দাদা, শিক্ষকের প্রয়াণে সোশাল মিডিয়ায় লিখতে বসে অভিনেত্রীর চোখে জল। রুক্মিণী লিখলেন, 'আমি সবসময় তোমাকে ভালোবাসব। তুমি আমার হিরো। যে হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গিয়েছো। সব কথা রাখব অরুণদা, কথা দিলাম। তোমার হিরোইন তোমাকে কথা দিয়েছে। তবে সত্যি বলি, না ছেড়ে গেলেই পারতে... আমি তোমাকে ভালোবাসি।'
অন্যদিকে, সোশাল মিডিয়ায় দেব প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। যেখানে লেখা হয়, 'পরিচালক অরুণ রায়ের প্রয়াণে আমরা শোকাহত। পরিচালক হিসেবে তাঁর দর্শন, তাঁর অধ্যাবসায়, সৃজন আমাদের সমৃদ্ধ করেছে। চিরকাল উনি আমাদের অনুপ্রেরণা জোগাবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।' আর দেব নিজের সোশাল মিডিয়া পোস্ট করে লিখলেন, 'অনেক তাড়াতাড়ি হয়ে গেল বন্ধু... চব্বিশ ক্যারেট জি...'।
দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। ‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’ ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়।