সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে সংসারে আসছে নতুন অতিথি। খুদে সদস্যের অপেক্ষায় দিন গুনছেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। বছরের প্রথম দিনে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল হবু মা-বাবাকে। সেই ভিডিওতে ঝলক মিলল আথিয়ার বেবি বাম্পেরও। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে ২০২৫কে স্বাগত জানিয়েছেন বলি অভিনেত্রী।
বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। বেশ ভালো ছন্দে রয়েছেন রাহুল নিজেও। তবে উৎসবের মরশুমে স্বামীর সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন আথিয়া। বড়দিন থেকে বর্ষবরণ- সমস্ত সময়েই স্বামীর পাশে দেখা গিয়েছে তাঁকে। বক্সিং ডে টেস্ট দেখতে মেলবোর্ন স্টেডিয়ামেও পৌঁছে গিয়েছিলেন আথিয়া। তবে সেই টেস্টে রাহুল চূড়ান্ত ব্যর্থ। টেস্ট হারতে হয় ভারতকেও।
নতুন বছরের প্রথম দিনে আথিয়ার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেন তারকা ব্যাটার। বছরের দ্বিতীয় দিনে প্রেমমাখা পোস্ট করলেন আথিয়াও। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার পথে একসঙ্গে হাঁটছেন রাহুল-আথিয়া। সঙ্গে উঁকি দিচ্ছে অন্তঃসত্ত্বা আথিয়ার বেবি বাম্প। রাহুলের কাঁধে মাথা রেখেও একটি ছবি পোস্ট করেন মা হতে চলা অভিনেত্রী। মিষ্টি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, '২০২৫-এর জন্য মুখিয়ে রয়েছি। মাঝে মাঝে একটু বিরতি নিয়ে ভেবে দেখা উচিত, আমরা কত কিছু পেয়েছি। বিশ্বাস রাখা উচিত নতুন সূচনাগুলির প্রতি।'
উল্লেখ্য, চলতি মাসেই হয়তো প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন আথিয়া। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার বিষয়টি। তখনই জানান, জানুয়ারি মাসে জন্ম নিতে চলেছে তাঁদের সন্তান। প্রসঙ্গত, ২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। এবার ‘পেরেন্টহুডের’ পালা।