সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ -এ দেবের ঝুলির গল্প মানেই ব্লকবাস্টার 'খাদান'। তার উপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি! হ্যাঁ, ঠিক এমনটিই ঘটতে চলেছে। রঘু ডাকাত-এর পাশাপাশি নতুন আরও এক ছবির ঘোষণা করলেন দেব। পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে 'প্রজাপতি ২'।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। আসলে এবারের শীতে আসার কথা ছিল অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেনের ছবি প্রতীক্ষা। সেই ছবিরই নাম বদলে হল 'প্রজাপতি ২'। সূত্রের খবর, আগের ছবির সিক্যুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। তবে আর কে থাকছে ছবিতে তা নিয়ে মুখে কুলুপ দেব অ্যান্ড টিমের।
আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার খবর, লন্ডনে এই সময় প্রবল ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল।
২০২৫ সালের মার্চ মাসে দেব-মিঠুনের ছবির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি।
অবশ্য, দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।