সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরুর, ইন্দোর, চণ্ডীগড়, গুয়াহাটি হয়ে অবশেষে শেষ হল দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট। দেশের নানা শহরে ঘুরে দিলজিৎ সত্যিই দিল জিতে নিলেন। আর কনসার্ট শেষ করে কানাডা উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন জনপ্রিয় এই পাঞ্জাবি গায়ক। সেই সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মোদি লিখলেন, ''দিলজিতের সঙ্গে সাক্ষাৎ মনে রাখার মতো। খুবই গুণী মানুষ দিলজিৎ। তাঁর শিল্পকলা সঙ্গে যুক্ত এদেশ। যা সমৃদ্ধ করে।'' অন্যদিকে, মোদির সঙ্গে সাক্ষাৎকে জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হিসেবে বর্ণনা করেন দিলজিৎ।
দিলজিতের শো মানেই বিতর্ক। তা হায়দরাবাদ হোক বা চণ্ডীগর। এমনকী, গত মাসে মুম্বই শোয়েও বিতর্কের সূত্রপাত ঘটেছিল।
১৯ নভেম্বর মুম্বইয়ে হয়ে গেল দিলজতের কনসার্ট। অন্যান্য জায়গার মতো মুম্বইতেও এই শোয়ের জন্য কিছু কড়া বিধি নিষেধ দিয়েছিল প্রশাসন। যার মধ্যে রয়েছে মাদক বিক্রি, মদ্যপান। এমনকী, কনসার্টের আওয়াজের নিয়মও বেঁধে দিয়েছিল প্রশাসন। আর সেই বিধি নিষেধকে কড়া চোখ দেখিয়ে, মঞ্চ থেকেই দিলজিৎ জানালেন, ”আমি একটা জিনিসই শিখেছি। নিজের কাজটা করে যাও। দুনিয়া যদি বিষ দেয়, সেটা চেখে দেখলেও, অন্তরে আসতে দিও না। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। আর তাই গোটা মুম্বইয়ে বলতে চাই। বাধা নিষেধ আসুক। আমি দ্বিগুণ মজা দেব আপনাদের।”
কলকাতায় এসে তিলোত্তমার মন জিতেছিলেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝ। শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজে ঢুঁ মেরে বাঙালিয়ানায় ডুব দিয়েছিলেন গায়ক। তাঁর এই কলকাতা ভ্রমণের ভিডিও সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। কলকাতার মানুষও দিলজিতকে খালি হাতে ফিরে যেতে দেননি। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। তবে শুধু কলকাতা নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিৎ অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। চণ্ডীগড়েও একই দৃশ্য। কিন্তু দিলজিৎ সবার দিল জিতলেও, তাঁকে ঘিরে এত উন্মাদনা হলেও, দিলজিতের মন জয় করতে পারল না এদেশ। আর সেই কারণেই ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের মঞ্চ থেকে দিলজিৎ সোজা বলে উঠলেন, আর কোনও দিন ভারতে কনসার্ট নয়! দিলজিতের এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।