shono
Advertisement

‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের

বিজেপি সভাপতির গলাতে আবারও বাংলায় এনআরসি করার ঘোষণা৷ The post ‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Apr 11, 2019Updated: 03:02 PM May 11, 2019

রাহুল চক্রবর্তী, রায়গঞ্জ: ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলা হবে৷ ২৬ তারিখ মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে যাবে’৷ রায়গঞ্জের সভামঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আরও একবার ঘোষণা করলেন ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করবে বিজেপি৷ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে৷ এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে হিন্দু শরনার্থীদের এদেশে আশ্রয় দেওয়া হবে৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটারদের সুস্থ রাখতে তৃণমূলের প্রার্থীর ‘প্রেসক্রিপশন’ সোয়াবিনের বড়ি  ]

বৃহস্পতিবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরির সমর্থনে জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এবং সেখান থেকেই একের এক অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি৷ দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, ‘‘বাংলায় বলপূর্বক উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে৷ রায়গঞ্জের স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন হয়েছে৷ সেই আন্দোলনে মমতার পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে৷ ইসলামপুরে প্রতিবাদ করায় ২ জন ছাত্রকে হত্যা করা হয়েছে৷’’ তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে গুন্ডারাজ ও মাফিয়ারাজ চালাচ্ছে তৃণমূল৷ অনুপ্রবেশকারীদের এরাজ্যে ঠাঁই দিচ্ছে মমতা সরকার৷ তৃণমূলের নাম উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতির কটাক্ষ, ‘‘টিএমসি মানে তোষামোদ, মাফিয়ারাজ ও চিটফান্ডের সরকার৷ এখানে, মা থেকে মমতা চলে গিয়েছে৷ মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিক্রি করেছে তৃণমূল৷ আর মানুষ তৃণমূলের গুন্ডাবাহিনীকে ভয় পাচ্ছে৷’’ ক্ষমতায় এলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন অমিত শাহ৷

[ আরও পড়ুন: পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার ]

পাশাপাশি এদিনও রায়গঞ্জ ও দার্জিলিংয়ের জনসভা থেকে এনআরসি ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আবারও মুখ খোলেন তিনি৷ স্পষ্ট ভাষায় আবারও জানান ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করবে বিজেপি সরকার৷ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে৷ এবং নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে৷ দার্জিলিংয়ের সভা থেকে গোর্খাদের এবং রায়গঞ্জের সভা থেকে মতুয়াদের নাম উল্লেখ করে নাগরিকত্ব বিল পাশের আশ্বাস দেন তিনি৷ অভিযোগ করেন, এরাজ্যে উন্নয়নে গত সাড়ে চার বছরে ৪ লক্ষ ২৪ হাজার কোটি দিয়েছে কেন্দ্র৷ কিন্তু সমস্ত টাকা তৃণমূল সরকার লুট করেছে৷ বলেন, ‘‘বাংলায় সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে, একটাই কারখানা চালু রয়েছে৷ সেটা বোমা তৈরির কারখানা৷’’ মহাজোটের অন্যান্য সঙ্গীরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না বলে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

The post ‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement