shono
Advertisement

হোয়াটসঅ্যাপে ব্যানড হয়েছেন? এবার একে একে হারাবেন সব অ্যাকাউন্ট!

সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।
Published By: Biswadip DeyPosted: 11:20 PM Dec 24, 2025Updated: 11:20 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি মাসেই প্রায় ১ কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। সাইবার প্রতারণা রুখতেই এমন পদক্ষেপ। মোদি সরকার এবার এই বিষয়ে নয়া পদক্ষেপ করতে চলেছে বলে জানা যাচ্ছে। যদি আপনার অ্যাকাউন্ট ব্যানড হয়ে থাকে, তাহলে সাবধান! হয়তো অন্যান্য অ্যাপ থেকেও বাদ যেতে পারেন আপনি। আসলে সাইবার প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ করতে চাইছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্র হোয়াটসঅ্যাপের থেকে ব্ল্যাকলিস্টেড নম্বরের তালিকা চেয়েছে। লক্ষ্য, এরপর সেই নম্বরগুলিকে অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও মুছে দেওয়া। যাতে সম্ভাব্য প্রতারণা রোধ করা যায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ- বর্তমান ব্যবস্থাটি সম্পূর্ণ জালিয়াতি প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। তাই এবার আরও কড়া পদক্ষেপ করার লক্ষ্ণমাত্রা ধার্য করা হয়েছে। অথচ জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কোনও মোবাইল নম্বরকে ব্যান করে দিলে সেই নম্বরগুলি ব্যবহার করে টেলিগ্রাম ও অন্যান্য মেসেজিং অ্যাপে আস্তানা গাড়ে প্রতারকরা। নতুন করে ফাঁদ পাতে।

প্রসঙ্গত, প্রতারকরা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপকে সব সময়ই টার্গেট করে। কেননা এক্ষেত্রে কোনও সিম কার্ড লাগে না। ফলে অপরাধীদের ধরা আরও দুষ্কর হয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement