shono
Advertisement

Breaking News

কাছে নেই অভিষেক, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ বিগ বি

দুর্লভ ছবি পোস্ট করলেন শাহেনশাহ, দেখে নিন। The post কাছে নেই অভিষেক, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ বিগ বি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:34 PM Feb 05, 2018Updated: 03:49 PM Feb 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সোমবার অভিষেক বচ্চনের ৪২তম জন্মদিন। সেই উপলক্ষে টুইটারে আবেগাপ্লুত হয়ে পড়লেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। স্মৃতির সরণি ধরে তিনি ফিরে গেলেন অভিষেকের ছোটবেলায়। সেই প্রসঙ্গে তিনি নিজের ব্লগে লিখেছেন, ‘আমার সেইসব দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি শুটিং সেটে অভিনয় করতাম আর ছোট্ট অভিষেক এলোমেলো চুল নিয়ে, মুখে আঙুল দিয়ে হাঁ করে বসে আমার অভিনয় দেখত।’ তিনি আরও বলেছেন, ‘আমার সব থেকে ভাল লাগে বয়স বেড়ে গেলেও এতগুলো বছরেও অভিষেক একটুও বদলায়নি।ও এখনও সেই ছোটবেলার মতই প্রাণবন্ত রয়েছে। এখনও আমি অভিনয় করলে সেই ছোটবেলার মতই হাঁ করে বসে ও আমার অভিনয় দেখে। আর শুধু তাই নয় সেই ছোটবেলার মতই সেট থেকে বেরিয়েই আমায় নানা রকম প্রশ্ন করতে শুরু করে।’

Advertisement

[উমরাও জান হয়ে ব়্যাম্পে সুস্মিতা, অভিজাত সৌন্দর্যে মশগুল নেটদুনিয়া]

কিন্তু অন্যান্য বছরের মতো এদিন অভিষেক বচ্চন আর তাঁর বাবা এক টাইম জোনে নেই। অভিষেক কিছু কাজের জন্য অস্ট্রেলিয়া গিয়েছেন। কিন্তু তাই বলে ছেলেকে ঠিক সময় শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবা। অস্ট্রেলিয়ার টাইম জোন মেনে ঠিক রাত ১২ টায় অভিষেককে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি। আর এই বিষয়ে ব্লগে লিখেছেন, ‘এই মাত্র মুম্বইতে ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজল। কিন্তু অস্ট্রেলিয়াতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আগেই রাত ১২টা বেজেছে। তাই ওখানকার সময়মতো আমি অভিষেককে শুভেচ্ছাবার্তা পাঠালাম এবার। কারণ আমি জানি আজও অভিষেকের কাছে বাবার শুভেচ্ছার থেকে দামি আর কিছুই নেই।’

আজ তিনি এতটাই আবেগপ্রবণ যে, শুধুমাত্র লিখেই থেমে থাকেননি, খুঁজে বের করেছেন ছোটবেলা থেকে আজ পর্যন্ত অভিষেকের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। সেই সব ছবি তিনি অভিষেক এবং তাঁর ফ্যানদের জন্য তুলে ধরেছেন টুইটার এবং তাঁর ব্লগে। চলুন দেখে নেওয়া যাক সেই ছবির এক ঝলক-

 

ছোটবেলায় অভিষেক ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ছিলেন।তাই ছোট থেকেই অভিষেক বাবার খুব কাছের। এর আগেও বহু জায়গায় বারবার বিগ বি বলেছেন, ‘আমি কাজের সূত্রে যখন যেখানে যেতাম সুযোগ হলেই সেখানে সঙ্গে করে অভিষেককে নিয়ে যেতাম।’ আজ সময় অনেকটাই পেরিয়েছে, কিন্তু বাবা-ছেলের যোগসূত্র যে একটুও হালকা হয়নি, এই পোস্টই যেন তার প্রমাণ দিচ্ছে।

 

[‘প্যাডম্যান’-এ রয়েছেন অমিতাভও, ফাঁস করলেন পরিচালক]

The post কাছে নেই অভিষেক, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ বিগ বি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement