সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শুরুতে কলকাতায় বহুদিন ছিলেন অমিতাভ। এই শহরেই প্রথম রোজগার। অমিতাভের বং কানেকশন যে শুধুই তাঁর স্ত্রী জয়া বচ্চন নন, তা সবাই জানেন। কিন্তু বাংলার জামাই যে পুরদস্তুর ফুটবলের ফ্যান, অন্যান্য বাঙালিদের মতোই, তা হয়তো খুব কম লোকেই খবর রাখেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। গোটা বাংলা যখন ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিয়ে তরজায় মাতেন। ঠিক তখন মুম্বইয়ে বসে সেই তরজায় চুপিসাড়ে ঢুকে পড়েন অমিতাভও। কীভাবে? আসুন, খোলসা করি।
অমিতাভ বচ্চনকে বর্তমানে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে। আর সম্প্রতি এই শোয়েই এক প্রতিযোগীর সঙ্গে কলকাতা, বাংলা নিয়ে কথা বলার সময় বিগ বি জানালেন ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানের সমর্থক তিনি। কৌন বনেগা ক্রোড়পতিতে খেলার মাঝেই প্রতিযোগীর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বিগ বি। সেখানেই বাংলার হুগলি জেলার বাসিন্দা বাচ্চু সাঁতরার সঙ্গে আড্ডায় বিগ বি ফাঁস করলেন তাঁর ফুটবল প্রেমের কথা।
এই শোয়ে অমিতাভ বাচ্চুকে জিজ্ঞাসা করেন যে তিনি কোন দলকে সমর্থন করেন মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল? জবাবে তিনি মোহনবাগান বললে বিগ বি বলেন, 'আরে দারুণ তো! আমিও মোহনবাগান সমর্থক।