shono
Advertisement

শহরে আজ অমিতাভ, শাহরুখ, কাজল

চলছে কলকাতা আঈন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি! কিন্তু, বাংলাটা বলতে পারবেন শাহরুখ?
Posted: 02:28 PM Nov 11, 2016Updated: 08:58 AM Nov 11, 2016

স্টাফ রিপোর্টার: কথা দিয়েছিলেন কিন্তু৷ বাংলাটা বলতে পারবেন শাহরুখ? অমিতাভ হাসতে হাসতে কী বলেছিলেন মনে আছে গতবার? বয়সের কথা তুলে বলেছিলেন, রেহাই দিতে৷ মুখ্যমন্ত্রীর কথা ফেরাতে পারবেন? এবার তো কাজলও আসছেন৷ বয়স বাড়ছে একবারও মনে হচ্ছে?
ঝলমলে চোখধাঁধানো মায়ায় অ্যাড্রিনালিন ক্ষরণ৷ শুধু চলচ্চিত্র নয়৷ দেশের-বিদেশের জীবনচিত্র, স্টারডম– এক কথায় বিয়ন্ড লাইফ৷ আজ শুক্রবার বক্স অফিসের উচ্চতা উপচে কার্পেটে পা পড়ছে ছ’ ফুট দু’ ইঞ্চি লম্বা এক মেগাস্টারের৷ সত্তর পেরিয়েও অবিনশ্বর আবির্ভাব৷ শাহরুখ, কাজল, সঞ্জয় দত্ত, পরিণীতি চোপড়াকে সঙ্গে নিয়ে আবারও কলকাতার রেড কার্পেটে সস্ত্রীক অমিতাভ বচ্চন৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে কলকাতার ২২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের৷ চলবে ১৮ নভেম্বর পর্যন্ত৷ এক ঝলকে চোখের সামনে গ্যালাক্সি৷
মুখ্যমন্ত্রীর কথায়, “এক বছরের অপেক্ষার অবসান৷ বিশ্বের সেরা চলচ্চিত্রগুলিকে এক জায়গায় এনে সাধারণ মানুষের আরও এক উৎসব৷” ঠিক তাই৷ এটাই মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন৷ এবারের চলচ্চিত্র উৎসবটা সাধারণ মানুষের জন্য৷ এই প্রথম ‘চলচ্চিত্র সকলের জন্য৷ সকলে সিনেমার জন্য৷’ একদিন আগেই তাই সাধারণ মানুষের জন্য বিশ্ব চলচ্চিত্র জগতের যাবতীয় ভাণ্ডার খুলে দিয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান, “প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল৷ চলচ্চিত্রের সেরা তারকাদের মেলায় দেশ-বিদেশের চলচ্চিত্রের বিশিষ্ট মানুষ৷ কে নেই সেখানে৷ তাঁদের ছবির পাশাপাশি সাধারণ মানুষ এবার দেখবে তাঁদের জীবন, তাঁদের কাজেরও নানা দিক৷”
সব মিলিয়ে শহরের ১৩টি পর্দায় ১৫৬টি সিনেমা দেখানো হবে এই উৎসবে৷ থাকছে মোট ৬৫টি দেশের সিনেমা৷ একইসঙ্গে থাকছে ১৩৬টি ডকুমেন্টরি৷ এবারের ফোকাসড কান্ট্রি চিন৷ প্রথমবার বাংলা সিনেমা দিয়ে উৎসবের শুরু হচেছ৷ নন্দন ২-তে এই প্রথম ‘টু কে’ প্রযুক্তিতে ছবি দেখানো হবে বলে জানানো হয়েছে৷ বিদেশের সমস্ত বড় ছবি এই প্রযুক্তিতেই দেখানো হয়৷ থাকছে সত্যজিৎ রায়কে নিয়ে চলচ্চিত্রকার গৌতম ঘোষের ডকুমেন্টরিটিও৷ এই প্রথম কোনও চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সেটি৷ অর্থাৎ, রাজ্য শুধু নয়, রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের সংস্কৃতিকে এক ছাতার তলায় এনে দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে বৃহস্পতিবার ইন্ডোরে প্রস্তুতি বৈঠক সেরেছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়রা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement