মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সম্পত্তিগত বিবাদের জেরে ভরা বাজারে কাকাকে কুপিয়ে খুন। প্রতিবাদে দেহ ঘিরে পথ অবরোধ স্থানীয়দের দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পুলিশের গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে ব়্যাফ। গোটা ঘটনায় উত্তপ্ত বাগনান (Bagnan)।
রবিবার সকালে বছর পঁচাশির আবদুল খালেক বাজারে গিয়েছিলেন। ছুটির দিনে বাজারে বেশ ভিড়ই ছিল। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগে তার ভাইপো ভরা বাজারে ধারাল অস্ত্র দিয়ে ওই বৃদ্ধকে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় বাজারেই লুটিয়ে পড়েন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল ছাড়ে অভিযুক্ত। তড়িঘড়ি স্থানীয়রাই ওই বৃদ্ধকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই প্রাণহানি হয় তাঁর।
[আরও পড়ুন: শীতলকুচি কাণ্ডে CID রিপোর্টে চাঞ্চল্য, সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে ব্যালেস্টিক টিম]
এদিকে, স্থানীয়দের দাবি, অভিযুক্ত আশরাফুলের এলাকায় সুনাম নেই। সে নানারকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকত। তাকে আগেই কেন পুলিশ গ্রেপ্তার করল না, সেই অভিযোগে ক্ষোভপ্রকাশ করতে থাকেন স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে মৃতদেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পথ অবরোধও করেন স্থানীয়রা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধারে বাধা পান উর্দিধারীরা। পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই খুন করেছে সে। খুনের কারণ জানতে অভিযুক্তকেও জেরা করা হচ্ছে।