shono
Advertisement
Ananya Panday

কথায় কথায় মন খারাপ, আচমকাই কান্না! আজব স্বভাব ফাঁস করলেন অনন্যা

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডের ‘কন্ট্রোল’।
Published By: Akash MisraPosted: 09:16 PM Oct 14, 2024Updated: 01:09 PM Oct 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপ করে রাখাটাই তাঁর সবচেয়ে প্রিয়। শুধু তাই নয়, কথায় কথায় মন খারাপ করে কান্নাকাটিও করতে ভালোবাসেন তিনি। আর কান্নার পরেই টুক করে তুলে নেন সেলফি! হ্যাঁ, এমনই অভ্যাস তাঁর। আর এসব কথা কোনও গুঞ্জন নয়। বরং অনন্যা নিজেই করলেন ফাঁস।

Advertisement

জীবনে নতুন প্রেমিক এলেও, আদিত্যর সঙ্গে ব্রেকআপ হওয়ার পর মাঝে মধ্যেই মন খারাপ থাকে অনন্যা(Ananya Panday)। অভিনেত্রীর বন্ধু-বান্ধবের মতে, অনন্যা নাকি ইদানিং মন খারাপ করেই থাকেন। আর এটা নাকি তাঁর ভালো লাগে। তবে অনন্যা জানিয়েছেন, এর নেপথ্যে রয়েছে দারুণ এক কারণ।

সম্প্রতি অনন্যা তাঁর ছবি কন্ট্রোল-এর প্রচারে এসে জানান, ''কান্নাকাটি করার পরে ত্বকে অনায়াসে স্বাভাবিক ঔজ্জ্বল্য আসে। তাই দেখতেও বেশি ভাল লাগে। নিজেকে দেখেই নিজেই মুগ্ধ হয়ে যাই। ''

একের পর এক সিনেমা, সিরিজে কামাল করছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বলা যায়, এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্য়ে এখন সবচেয়ে ব্যস্ত তিনিই। কিন্তু কয়েকদিন আগেও অনন্যা খবরে আসতেন, শুধুমাত্র আদিত্য় রায় কাপুরের সঙ্গে প্রেম এবং ব্রেকআপের জন্য। সে পর্ব এখন অতীত হলেও, অনন্য়া কিন্তু আদিত্যকে ভুলতে পারেননি। তবে তিনি চেষ্টাও করেছেন প্রচুর। এই যেমন, আদিত্যর সঙ্গে ব্রেকআপের পর মারাত্মক এক কাজ করে ফেলেছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তথ্যই ফাঁস করলেন অনন্য়া। স্পষ্ট জানালেন, আদিত্যর সঙ্গে ব্রেকআপের পর, ঠিক কী করেছিলেন তিনি।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডের ‘কন্ট্রোল’। সেখানে প্রাক্তনকে ভুলতে এআইয়ের সাহায্যে নিয়েছিলেন তিনি। আর এবার স্পষ্ট জানালেন, রিয়েল লাইফে ব্রেকআপের পর ঠিক কী করেছিলেন। অনন্যা জানান, ”ব্রেকআপের পর প্রথমেই যেটা করেছিলাম, সেটা হল প্রাক্তনের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। এটা করে সত্যিই খুবই আরাম পেয়েছিলাম। মনটা সত্যিই হালকা হয়ে গিয়েছিল। ”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনটা সত্যিই হালকা হয়ে গিয়েছিল। ”
  • তবে অনন্যা জানিয়েছেন, এর নেপথ্যে রয়েছে দারুণ এক কারণ।
Advertisement