shono
Advertisement

Breaking News

ধর্ম, হানাহানির উর্ধ্বে অঙ্কুশ-প্রিয়াঙ্কার প্রেম! মনুষ্যত্বের গল্প বলে ‘কুরবান’, দেখুন টিজার

চমকে দিলেন অঙ্কুশ।
Posted: 05:58 PM Sep 29, 2023Updated: 05:58 PM Sep 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যদি একবার নিজের মনরে কিছু বিশ্বাস করায়, সে যদি নিজেরে সম্পূর্ণভাবে উৎসর্গ করতি পারে, তাহলে সে কাজটা যত কঠিনই হোক, করে ফেলা সম্ভব– টিজারের শুরুতেই হাসান ওরফে অঙ্কুশের (Ankush Hazra) মুখে এমন জোড়ালো সংলাপ। ধর্ম হানাহানির উর্ধ্বে গিয়ে মনুষ্যত্বের গল্প বলে ‘কুরবান’। পয়লা ঝলকেই সেই বার্তা স্পষ্ট করে দিলেন পরিচালক শৈবাল মুখোপাধ্যায়।

Advertisement

শুক্রবার নবী দিবসে মুক্তি পেয়েছে ‘কুরবান’-এর টিজার (Kurban Teaser)। পোস্টারেই গ্রামবাংলার মুসলিম যুবক হাসানের লুকে চমকে দিয়েছিলেন অঙ্কুশ। টিজারে আরও তুখড় অভিনেতা। নিজেকে একটু একটু করে ভাঙছেন টলিপাড়ার ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে এক্সপেরিমেন্ট করছেন। তবে এবার পুরোপরি অচেনা লুকে।

‘কুরবান’ মনুষ্যত্বের গল্প বলে, মানুষের কথা বলে, হাসানের কথা বলে। গ্রামীণ প্রেক্ষাপটে সহজ সরল হাসান ও হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই অনুভূতিপ্রবণ হাসান। সে তার আব্বা, আম্মি এবং আম্মির সই পাতানো বোন (হিন্দু) যাকে সে মাসি বলে ডাকে– তাদের নিয়ে সুখের সংসার। রয়েছে তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। হাসানের জীবনবোধ অন্যদের চেয়ে অনেক আলাদা। সে বিশ্বাস করে, ছিপ দিয়ে মাছ ধরলে আসলে বিশ্বাসঘাতকতা করা হয়। হাসান এই জীবনকে অন‌্য চোখে দেখে এবং উল্টোটাও সত্যি। জীবনও তাকে নানা চ‌্যালেঞ্জ ছুড়ে দেয়। এই সুখের জীবনে একটা সময় আসে যখন তার নিজের জীবনবোধ বাধা হয়ে দাঁড়ায়। তখন সে কী করে তাই নিয়েই এই ছবি ‘কুরবান’। শুক্রবার প্রকাশ্যে এল সেই ছবির টিজার। ভারত ও বাংলাদেশে রিলিজ করবে এই ছবি।

[আরও পড়ুন: দেওরের বিচ্ছেদ থেকে শিক্ষা? নিককে আগলে রাখতে প্রিয়াঙ্কার নতুন ‘ফন্দিফিকির’!]

উল্লেখ্য, অঙ্কুশকে এর আগে এই ধরনের চরিত্রে দেখা যায়নি। অভিনেতা নিজেও জানিয়েছেন, “এত ইন্টেন্স চরিত্র আমি আগে কখনও করিনি। এই চরিত্র করতে নানা রেঞ্জের অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে এবং গভীর ছাপ ফেলেছে। যেটা আগে এতটা হয়নি। হাসান আমার কেরিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র।” অঙ্কুশ-প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) পাশাপাশি ‘কুরবান’-এ দেখা যাবে শান্তিলাল মুখোপাধ‌্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় ও অন্যদের। এই বছরের শেষে ছবি মুক্তি পাওয়ার কথা।

[আরও পড়ুন: ‘সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে!’, মহালয়ায় সারপ্রাইজ দেবেন অঙ্কুশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement