shono
Advertisement
Anurag Kashyap

মেয়ের বিয়েতে বুকে হাত দিয়ে হাপুস নয়নে কাঁদলেন অনুরাগ কাশ্যপ, সামাল অতিথিদের

শ্বশুর অনুরাগের কাণ্ডে শোরগোল! দেখুন ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 05:17 PM Dec 12, 2024Updated: 05:26 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হলেও বাবার মন। কণকাঞ্জলির কষ্ট ভালোই জানেন তাঁরা। অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মেয়ে আলিয়া কাশ্যপের বিয়ের দিন অতিথি আপ্যায়ণ করার সময়ে বুক ধরে হাপুস নয়নে কাঁদলেন 'গ্যাংস অফ ওয়াসেপুর' পরিচালক।

Advertisement

বুধবার সাতপাকে বাঁধা পড়লেন অনুরাগকন্যা আলিয়া কাশ্যপ। গতবছরই বিদেশি ব্যবসায়ী শেন গ্রেগের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। এবার আরবসাগরের তীরে মায়ানগরীতে ছাদনাতলায় চার হাত এক হল। জমকালো বিবাহ আসরে নজর কেড়েছেন বলিউডের বহু তারকা। সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালাও হাজির ছিলেন। তারকাখচিত অনুষ্ঠানে বাবা অনুরাগ কাশ্যপের ব্যস্ততাও এদিন যেন শতগুন বেড়ে গিয়েছিল। এই মেয়ের ছাঁদনাতলায় রীতি-রেওয়াজ পালনের জন্য ছুটছেন তো কখনও বা আবার নিজেই অতিথি আপ্যায়ণ করতে প্রবেশদ্বারে দাঁড়িয়ে পড়ছেন। সকলে ঠিকমতো খেয়েছেন কিনা, সবদিকে নজর ছিল বলিউড পরিচালকের। মেয়ের বিয়ের আসর থেকে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা গেল, আবেগপ্রবণ অনুরাগকে। অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ণের মাঝেই বুকে হাত দিয়ে কেঁদে ফেললেন অনুরাগ কাশ্যপ। পরিচালককে সান্ত্বনা দিতে ঘিরে ধরেন আমন্ত্রিতদের অনেকে।

বিয়ের দিন হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাক বেছে নিয়েছিলেন আলিয়া ও শেন। নানা রঙের পাথরে ডিজাইন করা আলিয়ার লেহেঙ্গা। অন্যদিকে শেনের পরনে সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের সময় ছাঁদনাতলায় আবেগপ্রবণ হয়ে পড়েন শেন। বধূ বেশে আলিয়া কাশ্যপকে দেখতেই চোখে জল তাঁর। আর অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন অনুরাগকন্যা। এভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আলিয়া কাশ্যপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়ে আলিয়া কাশ্যপের বিয়ের দিন অতিথি আপ্যায়ণ করার সময়ে বুক ধরে হাপুস নয়নে কাঁদলেন 'গ্যাংস অফ ওয়াসেপুর' পরিচালক।
  • অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ণের মাঝেই বুকে হাত দিয়ে কেঁদে ফেললেন অনুরাগ কাশ্যপ।
  • পরিচালককে সান্ত্বনা দিতে ঘিরে ধরেন আমন্ত্রিতদের অনেকে।
Advertisement