সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর পর্বতারোহীর মৃত্যুতে ভারতের বিশেষ করে রাজ্যের পাহাড়প্রেমীদের কাছে একদিকে যেমন দুঃসংবাদ, তেমনই অন্যদিকে খুশির খবর বয়ে আনলেন উত্তরপ্রদেশের পুলিশকর্তা অপর্ণা কুমার৷ ভারতের প্রথম মহিলা আইপিএস হিসেবে এভারেস্ট জয়ের নয়া নজির গড়লেন তিনি৷
শনিবার সকাল এগারোটা নাগাদ এভারেস্টে ওঠেন অপর্ণা কুমার৷ তিনিই প্রথম ভারতীয় প্রশাসনিক আধিকারিক যিনি এই নজির গড়লেন৷ উত্তরপ্রদেশ ক্যাডারের এই পুলিশ অফিসারের সাফল্যে টুইটারে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং এলজিপি নেতা রামবিলাস পাসওয়ান৷ খুশির খবরে অভিনন্দন জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনও৷
শৃঙ্গ জয়ের সময় অপর্ণা কুমার৷
তবে সাফল্য সহজে আসেনি৷ এর আগে দু-দু’বার শৃঙ্গ জয়ের একধাপ দূর থেকে খালি হাতে ফিরে আসতে হয় তাঁকে৷ ২০১৪ সালে খুম্বু আইসফলের কাছে ভয়াবহ তুষারধস এবং ২০১৫ ভয়াবহ ভূমিকম্পের কারণে একটুর জন্য শৃঙ্গ জয় করতে পারেননি অপর্ণাদেবী৷ কিন্তু হাল ছাড়েননি৷ দুর্গম লক্ষ্যের দিকে একাই এগিয়ে গিয়েছেন৷ অবশেষে এবারে এল সাফল্য৷ অপর্ণা কুমারই প্রথম সিভিল সার্ভেন্ট যিনি সাত মহাদেশের ছয়টি শৃঙ্গ জয় করার নজির গড়েছেন৷ পাহাড়ে চড়ার নেশা অপর্ণাদেবীর সেই শৈশব থেকেই৷ সেই নেশা থেকেই ২০১৩ সালে ভর্তি হন মানালির ‘অটল বিহারী বাজপেয়ী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ৷ ২০১৪ সালে ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই অ্যাডভান্সড কোর্স শেষ করেন তিনি৷ ২০১৪ সালের অগস্ট মাসে জয় করেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো৷ সেই বছরই নভেম্বর মাসে জয় করেন ওশেয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কারৎসেঞ্জ পিরামিড পিক৷ চলতি বছরের জানুয়ারি মাসে তিনি জয় করেন আন্টার্টিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন ম্যাসিফ৷
The post প্রথম মহিলা আইপিএস হিসেবে এভারেস্ট জয় অপর্ণা কুমারের appeared first on Sangbad Pratidin.