shono
Advertisement

Breaking News

দেশের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে ক্যানসার চিকিৎসায় ইতিহাস গড়ল অ্যাপোলো

‘CAR-T সেল থেরাপি’ সফলভাবে সম্পূর্ণ করার কৃতিত্ব অ্যাপলোর।
Posted: 07:09 PM Feb 14, 2024Updated: 07:25 PM Feb 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের চিকিৎসায় নতুন করে আশার সঞ্চার করেছে দেশীয় চিকিৎসা পদ্ধতি ‘CAR-T সেল থেরাপি’। আর সেই থেরাপি ভারতের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে সফলভাবে সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করল অ্যাপোলো ক্যান্সার সেন্টার। এবার তারা সূচনা করেছে ‘মেড ইন ইন্ডিয়া’, সিএআর-টি সেল প্রোগ্রামের।

Advertisement

ACC কলকাতার সিনিয়র কনসালট্যান্ট, হেমাটোলজি ও বিএমটি বিশারদ ডঃ অনুপম চক্রপাণি বলছেন, “বাণিজ্যিক স্তরে কার-টি সেল থেরাপি ব্যবহার করে তিনজন রোগীর সফল চিকিৎসা সম্ভব হয়েছে। এই কেসগুলি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।” পাশাপাশি ACC কলকাতার পেডিয়াট্রিক হেমাটোলজির সিনিয়ার কনসালট্যান্ট ড. রজত ভট্টাচার্য বলেছেন, ”CAR-T সেল থেরাপির সফল বাস্তবায়ন ভারতে ক্যান্সার চিকিৎসার অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য মুহূর্তের সূচনা করেছে। এই মাইলফলক রোগীদের মধ্যে নতুন আশা ও সম্ভাবনার সঞ্চার করেছে।”

[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]

সম্প্রতি এই পদ্ধতির বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তথা CDSCO। কী এই সিএআর-টি সেল থেরাপি? এটা এক ধরনের ইমিউনোথেরাপি। যা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রোগীর টি সেলকে ক্যানসারের কোষের বিরুদ্ধে আক্রমণাত্মক করে তোলে। এখানে বলে রাখা যায়, টি সেল হল এক ধরনের শ্বেত রক্তকণিকা যা শরীরের সংক্রমণের সঙ্গে লড়ে। রোগীর শরীর থেকে ওই কোষগুলো বের করে নিয়ে গবেষণাগারে তার সঙ্গে স্পেশাল প্রোটিন কারকে জুড়ে দেয়। তৈরি হয় কার-টি। এবার ওই কোষকে ফের রোগীর শরীরে প্রবেশ করানো হয়। আর এর পরই ঘটে যায় ম্যাজিক। ওই রূপান্তরিত টি সেল ক্যানসার কোষগুলোকে চিনে নিয়ে সেগুলোকে আক্রমণ করতে থাকে।

প্রসঙ্গত, অ্যাপোলো ক্যান্সার সেন্টারগুলি ভারতীয় চিকিৎসা জগতের এক অগ্রদূত যারা ধারাবাহিকভাবে অগ্রণী চিকিৎসার পরিকাঠামো সূচনা করছে। সৃষ্টি করেছে অসংখ্য মাইলফলকের। সিএআর-টি সেল থেরাপির সূচনা দেশে ক্যান্সার চিকিৎসার জন্য একটি নতুন যুগের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রেও ইতিহাস গড়ল অ্যাপলো।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement