shono
Advertisement

Breaking News

‘খেলার মাঠে খেলাই হোক, অনুষ্ঠান নয়’, শিলিগুড়ির মঞ্চ থেকে সাফ জানালেন অরিজিৎ সিং

আর কী বললেন অরিজিৎ?
Posted: 08:00 PM Apr 05, 2023Updated: 08:21 PM Apr 05, 2023

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: খেলার মাঠে অনুষ্ঠান করা তার পছন্দ নয়। তিনি নিজেও মাঠ বাঁচিয়ে রাখার পক্ষে। তাই কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান করাটা যে ঠিক হয়নি তা কনসার্ট শেষ করে স্পষ্ট জানিয়ে দিলেন অরিজিৎ সিং। আর এই বলেই আরও সকলের মন জয় করে নিলেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে তিনি গানের অনুষ্ঠান করেন। স্বাভাবিকভাবেই অরিজিতের কনসার্টে ভিড় উপচে পড়েছিল। তবুও মাঠের যাতে ক্ষতি না হয় তার নির্দেশ দিয়েছিলেন উদ্যোক্তাদের।

Advertisement

শিলিগুড়িতে একমাত্র কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনই রয়েছে। কিন্তু পরপর এই মাঠে অনুষ্ঠান হওয়ায় তর্ক বিতর্ক চলছেই। এর মাঝেই আবার অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল উত্তরের বাসিন্দারা। কিন্তু এই মাঠে অনুষ্ঠান হওয়ায় কিছুটা হলেও যে অসন্তুষ্ট অরিজিত তা কনসার্ট শেষে জানয়ে দিল। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে মাঠ সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তা উদ্যোক্তারা মঞ্চেই ঘোষণা করে দেন। পরে অনুষ্ঠান শেষ করে অরিজিৎ সিং বলেন, “স্বাস্থ্য ঠিক রাখতে হলে মাঠের খুব প্রয়োজন। আমরাও মাঠ বাঁচিয়ে রাখার পক্ষে। কারণ চারিদিকে যেভাবে বিল্ডিং হচ্ছে তাতে মাঠ হারিয়ে যাচ্ছে। এই মাঠটাতেও অনুষ্ঠান করা উচিত হয়নি। এটা খুব ভাল মাঠ। এখানে খেলা হওয়া উচিত। অনুষ্ঠান করা উচিত অন্য মাঠে। যেখানে খেলা হয় না। আমি উদ্যোক্তাদের বলব আমাদের অনুষ্ঠানের পর যাতে ভালভাবে মাঠ পরিষ্কার করা হয়। মাঠের যাতে ক্ষতি না হয়।”

[আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে গান অরিজিতের, শিলিগুড়ি কনসার্টের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

অরিজিৎ আরও বলেন, “স্বাস্থ্যের উন্নতির জন্য আরও বেশি হাসপাতাল করা উচিত। শিলিগুড়িতেও আরও হাসপাতালের প্রয়োজন আছে। এছাড়া গ্রামে গঞ্জে সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় করা উচিত। আজকাল ইংরেজি জানা খুবই দরকার। তাই আমরা চেষ্টা করছি গোটা দেশে এরকম কিছু বিদ্যালয়, হাসপাতাল গড়ে তোলা। তাতে ১০বছর সময় লাগলেও আপত্তি নেই। শুধু আপনারা পাশে থাকবেন।” এদিকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চে মেয়র গৌতম দেব ফের স্পষ্ট করে দেন মে মাস থেকে এই মাঠে খেলা ছাড়া অন্য কোনও অনুষ্ঠান হবে না।

[আরও পড়ুন: ‘War 2’-এর নয়া চমক, এবার হৃতিকের সঙ্গে দ্বৈরথে দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement