shono
Advertisement

মোদির পথেই ‘রাডার’ ব্যাখ্যা সেনাপ্রধানের, সমালোচনা হলেও কথায় যুক্তি দেখছেন বিশেষজ্ঞরা

সেনাপ্রধান বিপিন রাওয়াতের ব্যাখ্যা এত সহজে উড়িয়ে দিতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ৷ The post মোদির পথেই ‘রাডার’ ব্যাখ্যা সেনাপ্রধানের, সমালোচনা হলেও কথায় যুক্তি দেখছেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:31 AM May 27, 2019Updated: 09:31 AM May 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: আকাশ মেঘে ঢাকা থাকায় পাকিস্তানি রাডার ঠিকমতো কাজ করছিল না৷ ফলে ভারতের সুবিধা হয়েছিল৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের দিন মেঘলা আকাশ প্রসঙ্গে এমনই বলেছিলেন নরেন্দ্র মোদি৷ বলেছিলেন, নির্দিষ্ট দিন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তাঁর মনে হয়েছিল, পাকিস্তানের রাডারের নজরদারি এড়াতে পারবে ভারতীয় বায়ুসেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের নেপথ্যে মেঘলা আকাশকেও বেশ কৃতিত্ব দিয়েছিলেন মোদি৷তাঁর এই বক্তব্য বেশ হাস্যকর হয়ে দাঁড়িয়েছিল বিরোধী পক্ষের কাছে৷ এনিয়ে কম সমালোচনাও হয়নি৷

Advertisement

[আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম বিজেপি বিধায়ক খুনে অভিযুক্ত মাওবাদী]

এবার তাঁর সুরেই সুর মেলালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ রবিবার সদ্য পাশ করা প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ তাঁদের ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত নানা প্রযুক্তি নিয়ে বোঝাচ্ছিলেন৷ এমন সময়ে সাংবাদিকরা তাঁকে মোদির ‘রাডার’ মন্তব্য নিয়ে প্রশ্ন করেন৷ তার জবাবে রাওয়াত বলেন, ‘অনেক ধরনের রাডার আছে৷ একেকটা একেকরকম প্রযুক্তিতে কাজ করে৷ কোনও রাডার মেঘাচ্ছন্ন আকাশেও কাজ করে, কোনওটা কাজ করে না৷ এটা নির্ভর করছে কোন প্রযুক্তিতে রাডারটি কাজ করছে, তার উপর৷ কিছু কিছু আমরা বুঝতে পারি, কিছু পারি না৷’

বিপিন রাওয়াতের এই বিশ্লেষণের পর অনেকে তাঁর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু করেছে৷ তবে বিশেষজ্ঞদের একাংশের মত, রাওয়াতের বিশ্লেষণে যুক্তি আছে৷ তিনি প্রযুক্তির খুঁটিনাটি জেনেই তা বলেছেন৷ রাডার বিভিন্ন প্রযুক্তিতে কাজ করে৷ তাদের কর্মক্ষমতাও ভিন্ন৷ কোনওটি প্রাকৃতিক বিপর্যয়ে অনায়াসে কাটিয়ে সমস্ত ধরনের নজরদারি চালাতে সক্ষম, আবার কোনওটি প্রযুক্তিগতভাবে ততটা উন্নত না হওয়ায় মেঘ-বৃষ্টির মধ্যে নজরদারির কাজ চালাতে পারে না৷ বালাকোট হামলার দিন আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে৷ তাতে সমর বিশেষজ্ঞরা নির্ধারিত হামলার দিনক্ষণ পালটে দেওয়ার কথা বলেছিলেন৷ কিন্তু মোদি তাঁদের এই প্রস্তাবে রাজি ছিলেন না৷ তাঁর মনে হয়েছিল, খারাপ আবহাওয়ায় আদতে ভারতের সুবিধাই হবে৷ কারণ, সেক্ষেত্রে পাকিস্তানের রাডার নজরদারি চালাতে পারবে না৷

[আরও পড়ুন: লোকসভা ভোটে ভরাডুবি, দুঃখে খাবার মুখে তুলছেন না লালু]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য যতই হাস্যস্পদ হোক না কেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও একই সারিতে বসিয়ে বিষয়টি লঘু করে দেখার চেষ্টা করুক বিরোধীরা, বিশেষজ্ঞদের একাংশ মোটেই তাতে কান দিতে নারাজ৷ তাঁরা বলছেন, মোদির কথায় যুক্তি না থাকলেও, রাওয়াত রীতিমত সমর প্রযুক্তি জেনেশুনেই রাডার সম্পর্কে মন্তব্য করেছেন৷

The post মোদির পথেই ‘রাডার’ ব্যাখ্যা সেনাপ্রধানের, সমালোচনা হলেও কথায় যুক্তি দেখছেন বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement