shono
Advertisement

নৌসেরায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ১ জওয়ান

ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনকে কেন্দ্র করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সেনা প্রধান, নৌসেনা প্রধান ও জাতীয় নিরাপত্তা উপাদেষ্টা অজিত ডোভাল৷
Posted: 11:50 PM Nov 08, 2016Updated: 06:20 PM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ নৌসেরায় পাক বাহিনীর হামলায় মঙ্গলবার শহিদ হলেন এক জওয়ান৷

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই পাক সীমান্ত থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে ছুটে আসে গোলাগুলি৷ সেনা ট্রাকের উপর পাকিস্তানি মর্টার সেলের হামলায় আহত হন ২০ জন জওয়ান৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পাক বাহিনীর হামলার জবাব দিতে থাকেন ভারতীয় সেনারাও৷ গতকালও পুঞ্চের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে পাক বাহিনী৷ মঙ্গলবার সাগা, কৃষ্ণা ঘাঁটি, সালোত্রিতেও গোলাগুলির লড়াই চলেছে৷

গত ২৯ সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে একশোবারও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান৷ কাশ্মীরে সাধারণ নাগরিককে লক্ষ্য করেও আক্রমণ চালাচ্ছে পাক বাহিনী৷ ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনকে কেন্দ্র করে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সেনা প্রধান, নৌসেনা প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement