shono
Advertisement
SIR in UP

উত্তরপ্রদেশে SIR-এ ৪ কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার! উদ্বিগ্ন যোগী

উদ্বেগের সুর শোনা গেল হিন্দুত্বের 'পোস্টার বয়' যোগী আদিত্যনাথের গলায়।
Published By: Subhajit MandalPosted: 06:21 PM Dec 16, 2025Updated: 06:49 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয়। এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলছেন, উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় ৪ কোটি। যার অধিকাংশই বিজেপি ভোটার।

Advertisement

সূত্রের খবর, সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলেছেন, "আপনারা গ্রামে গ্রামে যান। ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন। যে সব ভোটারদের নাম বাদ যেতে পারে, তাঁদের খুঁজুন। কারণ, যে চার কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে, তাঁদের অধিকাংশই বিজেপির ভোটার। এভাবে ৪ কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যিই উদ্বেগের।" তাতে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, অনেকের গ্রাম ও শহর দু'জায়গাতেই ভোট ছিল। সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ।

যোগীর এই উদ্বেগপ্রকাশ খানিকটা চমকপ্রদ। কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে SIR নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির। সেখানে উত্তরপ্রদেশে বিজেপিই বেশি উদ্বেগে। যা শুনে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলছেন, "মনে হচ্ছে পিডিএ-র (পিছড়া, দলিত, আদিবাসী) প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন, যে বিজেপি মনমতো ভোটচুরি করতে পারছে না। নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না।" অখিলেশের অভিযোগ, "বিজেপির অঙ্গুলিহেলনে গড়বড় করার জন্যই SIR ডেডলাইন বাড়িয়েছে নির্বাচন কমিশন। কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনওরকম গড়বড় হবে না।"

উল্লেখ্য, উত্তরপ্রদেশে শেষ মুহূর্তে SIR-এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। যোগীরাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর। যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা। সেকারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR নিয়ে শুধু যে বিরোধীরা উদ্বিগ্ন তেমনটা নয়।
  • এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়।
  • তিনি বলছেন, উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় ৪ কোটি।
Advertisement