সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসির সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির পায়ের স্পর্শ পাওয়া বল পেতে মারামারি বেঁধে গেল বার্সেলোনা ফ্যানদের মধ্যে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? মেসির পায়ের ছোঁয়া পাওয়া বলটি নিয়ে কীরকম কাড়াকাড়ি পড়ে গিয়েছে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। প্রবল ধস্তাধস্তির পর এক তরুণ বলটি হাতে তুলে বেরিয়ে যেতে গেলে তাঁর হাত থেকে বলটি কেড়ে নেন আরও একজন। এতজন মানুষকে একটি বলের জন্য প্রাণপাত করতে দেখে অনেকেই অবাক হয়েছে। আর সেই কারণেই ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।
বহু প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে বহু আগে থেকেই উত্তেজনার পারদ চড়েছিল। কলকাতা, হায়দরাবাদ, মু্ম্বইয়ের পর ১৫ ডিসেম্বর আর্জেন্টাইন কিংবদন্তি পৌঁছান রাজধানীতে। সেখানেও ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। সকলেই নিজের চোখে বিশ্বজয়ী মেসিকে দেখতে। শেষপর্যন্ত মেসির পা ছোঁয়া ফুটবলকে ঘিরে উন্মাদনা অন্য মাত্রা পেল। কোনও কোনও নেটিজেন বলছেন, এমনটা যে ঘটতে পারে তা তাঁরা আগেই অনুমান করেছেন। আবার কেউ লিখেছেন, 'এ তো দেখছি ফুটবল নিয়ে রাগবি শুরু হয়ে গিয়েছে।'
মেসির কলকাতা সফরেও মাঠে শোরগোল বেঁধে গিয়েছিল। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার। তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ।
