সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিনয়নী দুর্গার আশীর্বাদধন্য শিল্পী সনাতন দিন্দা (Sanatan Dinda)! কুমোরটুলির (Kumortuli) গর্ব তিনি। গভার্নমেন্ট আর্ট কলেজ ফলিত শিক্ষা আর কলকাতার প্রতিমা পাড়ার আবেগ, এই দুইয়ের সঙ্গমে জন্ম 'রঙ-তুলি-কাঁকরে'র জাদুকর সনাতনের। বাংলার অহঙ্কার বিশ্বের অন্যতম কার্নিভাল দুর্গাপুজোকে ভিন্নমাত্রায় পৌঁছে দিয়েছেন এই শিল্পী। নেপথ্যে অসংখ্য অভিনব তথা বৈপ্লবিক দুর্গাপ্রতিমা। ‘রোববার.ইন’-এ (robbar.In) ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে সনাতন দিন্দার কলাম ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’।
এই লেখা উত্তাল সত্তরে জন্মানো শিল্পীর আটপৌরে আত্মকথন। পাড়ার বখাটে ছেলেটা কীভাবে একদিন আন্তর্জাতিক শিল্পী হয়ে উঠল তা জেনে চমক লাগে পাঠকের। প্রত্যেক শিক্ষিত বাঙালির কাছে নিবিড় পাঠের দাবি রাখে সনাতন-কলাম ‘ত্রিনয়ন ও ত্রিনয়ন’। মৃণ্ময়ী মূর্তির মতোই আত্মকথনেও 'প্রাণপ্রতিষ্ঠা' করছেন শিল্পী।