সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমবার ইডি তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তিনি তৈরি। আগামী ১২ মার্চের পরে তলব করলে তিনি অবশ্যই হাজিরা দেবেন।
গত ২৭ ফেব্রুয়ারি অষ্টমবারের জন্য দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি। সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু এদিন হাজিরা দেননি কেজরি। পরিবর্তে কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠি লিখে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। আগামী ১২ মার্চের পর তলব করলে তিনি হাজিরা দেবেন। তবে ৪ মার্চ ইডি দপ্তরে যেতে পারছেন না।
[আরও পড়ুন: ধর্মশালা টেস্টের আগেই সুখবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে ভারত]
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। সেই মামলাতেই কেজরিকেও জেরা করতে চেয়েছে ইডি (ED)। কিন্তু শুরু থেকেই আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। ইডি তলবকে বেআইনি দাবি করেই পরপর আটবার সমন এড়িয়েছেন কেজরি।
তবে কেজরি পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। এখনও ইডি তলব নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। আপের মতে, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি রয়েছে। কিন্তু তার আগেই ৪ মার্চ কেজরিকে আবারও তলব করে ইডি। আগের অবস্থান থেকে সরে এসে আপ সুপ্রিমো জানান, ১২ মার্চের পরে তিনি হাজিরা দেবেন। ইডির আগামী তলব কবে আসবে, সেদিকে নজর রাজনৈতিক মহলের। লোকসভা নির্বাচনের (lok Sabha 2024) আগে কি কেজরির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?