সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের পাশেই দাঁড়াল ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই। শুক্রবার যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) সামনে কেন্দ্রের সংশোধনীগুলিকে সমর্থন করেন এএসআই আধিকারিকরা। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরাও এই বিলের পক্ষে জোরাল সওয়াল করেন।
লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও বিরোধীদের আপত্তিতে তা পাশ করাতে পারেনি সরকার। বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এই বিল নিয়ে আলোচনার জন্য ৩১ সদস্যের কমিটি গড়েছে কেন্দ্র। সেই কমিটির বৈঠকেই শুক্রবার উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রক এবং এএসআইয়ের আধিকারিকরা।
[আরও পড়ুন: অবশেষে টনক নড়ল! জালিয়াতির দায়ে বিতর্কিত IAS পূজা খেদকারকে বরখাস্ত কেন্দ্রের]
সূত্রের খবর, এএসআইয়ের উপস্থাপনায় উঠে আসে প্রায় ১৩০টি স্থাপত্য এবং সম্পত্তির কথা, যে গুলি নিয়ে গত কয়েক দশক ধরে বিতর্ক চলছে। পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আধিকারিকরা দাবি করেন, ওয়াকফ বোর্ডের অসীম ক্ষমতার জন্যই এই স্থাপত্যগুলি নিয়ে এত বিতর্ক। সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরা আবার দাবি করেন, এভাবে পছন্দমতো যে কোনও সম্পত্তি দাবি করতে পারে না ওয়াকফ বোর্ড। সূত্রের খবর, সরকারি আধিকারিকদের এই বক্তব্যে ফুঁসে ওঠেন বিরোধীরা। তাঁরা পালটা দাবি করেন, সরকারি আধিকারিকরা ভুয়ো খবর দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আরও দায়িত্বশীলভাবে সঠিক তথ্য পরিবেশন করা উচিত তাঁদের।
[আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে বিছিন্নতাবাদীদের মুক্তি দেবে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স’, জম্মুতে বিস্ফোরক শাহ]
উল্লেখ্য, যৌথ সংসদীয় কমিটির বৈঠকে শুরু থেকেই বিরোধী দলের সদস্যরা একযোগে বিলটির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। বিলটি ‘সাম্প্রদায়িক এবং মুসলিম-বিরোধী’ বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। ওয়াকফ সংশোধনী বিলকে আগেই ‘অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’ বলে বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেসও।