সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে (Pakistan) বিধ্বস্ত করেছে ভারত (India)। দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) পাক ব্যাটিংকে দুষে বলেছেন, ”এই পাকিস্তান দলে বাবর আজম ছাড়া আর কে আছে?”
ভারতীয় ক্রিকেট নিয়ে প্রায়ই ইউটিউবে ঝড় তোলেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। গাভাসকর সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”পাকিস্তানের মানুষজন প্রায়ই বলে থাকেন ভারতের একজন বা দুজন প্লেয়ার আছে। পাকিস্তানে কজন ক্রিকেটার রয়েছে? বিশেষ করে ব্যাটিং বিভাগে। বাবর ছাড়া আর কে আছে?”
[আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্পিনার এখন কুলদীপ’, দুরন্ত ছন্দে থাকা তারকাকে দরাজ সার্টিফিকেট আকাশ চোপড়ার]
এখানেই না থেমে গাভাসকর বলছেন, ”প্রতিপক্ষের বোলিং টিম পাকিস্তানের ব্যাটিং নিয়ে যখন কাটাছেঁড়া করে, তখন বাবরকে কীভাবে আউট করবে তা নিয়ে দীর্ঘ সময় খরচ করে। আমার মনে হয় না, অন্যের ব্যাটিং নিয়ে এর অর্ধেক সময়ও খরচ করে পাকিস্তান। একজনও এমন কেউ নেই যাকে দেখে ভয় পেতে পারে প্রতিপক্ষ দল।”
পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন ভারতের কাছে হারের পরে বলেছিলেন, রোহিত শর্মার দলের কাছে হার তাঁদের কাছে ওয়েক আপ কল। টিম ইন্ডিয়ার কাছে হার পাকিস্তানকে জাগিয়ে তুলবে বলে জানিয়েছেন পাক কোচ।