shono
Advertisement

Asia Cup Final 2023, IND vs SL: মিটল ২৩ বছর আগের জ্বালা, এশিয়ার সেরা হয়ে বিশ্বকাপের আগে হুঙ্কার দিল রোহিতের টিম ইন্ডিয়া

বিশ্বকাপ জিততে মরিয়া রোহিতের ভারত।
Posted: 09:22 PM Sep 17, 2023Updated: 10:31 PM Sep 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একপেশে ফাইনালে দাপটের সঙ্গে জয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final 2023) ২৬৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া (Team India)। একইসঙ্গে এই জয়ে যেন ২৩ বছর পুরনো হারের জ্বালা মিটল। ২০০০ সালের ২৯ অক্টোবর চামিন্ডা ভাস (Chaminda Vaas) ও মুথাইয়া মুরলীথরনের (Muthiah Muralidaran) বোলিংয়ের কাছে হার মেনে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)- শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ভারতীয় দল। শারজার বাইশ গজে সেই রাতে ১৬১ বলে ১৮৯ রান করেছিলেন সনথ জয়সূর্য (Sanath Jayasuriya)। ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৯৯ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফলে ২৪৫ রানে হার দেখেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)-জাহির খানরা (Zaheer Khan)। সেই হারের ক্ষত মিটল। আর তাই এবার এশিয়ার সেরা হয়ে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে বিপক্ষ দলগুলোকে হুঙ্কার দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

Advertisement

এশিয়া কাপ জয়ের পর রোহিত বলেন, “এককথায় অসাধারণ পারফরম্যান্স। ফাইনালে তো সতীর্থদের কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করেছিলাম। এমন দাপুটে জয় থেকেই বোঝা যায় আমাদের দল কতটা আগ্রাসী মেজাজে খেলতে ভালোবাসে। সাধারণত উপমহাদেশে স্পিনাররাই দাপট দেখায়। সেখানে এবার আমাদের পেস বোলাররা সবকটা উইকেট নিল। এটা দারুণ ব্যাপার। এমন জয় ক্রিকেটপ্রেমীরা অনেক বছর মনে রাখবে।”

[আরও পড়ুন: কীভাবে মহানুভবতার পরিচয় দিলেন এক ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া সিরাজ?]

মেগা ফাইনালে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। তিন রানে তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিপক্ষের ব্যাটিংকে একাই বুঝে নিলেন মহম্মদ সিরাজ। তাঁর ২১ রানে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল গতবারের এশিয়ার সেরা। এই ম্যাচ জেতা যে সময়ের অপেক্ষা সেটা সবার জানা ছিল। আর তাই হল ঈশান কিষান ও শুভমান গিলের অপরাজিত জুটির উপর ভর করে মাত্র ৬.১ ওভারে ৫১ রান তুলে ১০ উইকেটে জিতে নেয় ভারত।

অনেকের ধারণা ছিল এই উইকেটে স্পিনাররা সাফল্য পাবেন। তবে এমন ম্যাচে যে পেস বোলাররা আগুন ঝরাবেন সেটা রোহিতও বুঝতে পারেননি। সেটা মেনে নিয়ে হিটম্যান যোগ করেছেন, “আমি ভাবতেও পারিনি যে বল এভাবে মুভ করবে। এখানেই বোঝা যায় সিরাজের মতো পেসার কতটা আগ্রাসী মেজাজে মাঠে নেমেছিল। যাই হোক এশিয়া কাপ অভিযান শেষ। তবে এই সাফল্য নিয়ে বেশি মাতামাতি করব না। কারণ আমাদের নজর বিশ্বকাপ জয়ের দিকে।”

[আরও পড়ুন: ছয় উইকেট নেওয়া সিরাজের কাণ্ডকারখানা দেখে হেসে লুটোপুটি বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

আপাতত কয়েক দিনের বিশ্রাম। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর ৮ অক্টোবর অজিদের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement