সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারীর প্রকোপ কিছুটা কমতে না কমতেই অসমে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। মশকবাহিত রোগটির মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিজেপি শাসিত রাজ্যটির স্বাস্থ্যবিভাগ। বিশেষ করে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে ডিফুতে। সেখানে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
অসমের কার্বি আংলং জেলার ছোট্ট জনপদ ডিফু। পাহাড়ি এবং সবুজে ঘেরা আধা শহরটি পর্যটকের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র। বিশেষত শীতকালে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বৃদ্ধি পায় ওই এলাকায়। কিন্তু সম্প্রতি সেখানে মৃত্যুর অগ্রদূত হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু (Dengue)। গত পাঁচ দিনে কার্বি আংলংয়ে ডেঙ্গুর ২৭০টি মামলা সামনে এসেছে। তাই গতকাল, রবিবার ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ডিফুতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: কেরলে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, এবার আদালতের দ্বারস্থ বাম সরকার!]
স্থানীয় প্রশাসনের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ডিফু পৌরসভা ও বৃহত্তর ডিফু টাউন এলাকায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। ডেঙ্গুর প্রকোপ রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘ন্যাশনাল হেল্থ মিশনে’র তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে অসমে ২৮৫টি ডেঙ্গুর মামলা সামনে এসেছে। এরমধ্যে ২৭১টি মামলাই কার্বি আংলং জেলার। ফলে জেলাটিতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, কার্বি আংলং ছাড়াও অসমের অন্যান্য এলাকাগুলিতে ডেঙ্গুর মামলা সামনে এসেছে। কামরূপ মেট্রোপোলিটান এলাকায় আট জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। নলবাড়ি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত দু’জন। চরাইদেও, কামরূপ গ্রামীণ, নগাঁও ও হোজাই জেলায় এক জন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি দ্রুত সামাল না দিতে পারলে তা মহামারীর রূপ নেবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।