shono
Advertisement
Gujarat

‘শুকনো’ গুজরাটে এবার নিষিদ্ধ ‘রোলিং পেপার’, ধূমপান রোধে বড় পদক্ষেপ বিজেপি সরকারের

মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 03:39 PM Dec 17, 2025Updated: 05:15 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে আগেই নিষিদ্ধ হয়েছে মদ। এবার ‘ড্রাই স্টেট’-এ নিষিদ্ধ হল ‘রোলিং পেপার’। ধূমপান রোধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের সরকার। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

নির্দেশিকায় জানানো হয়েছে, ‘এধরনের রোলিং পেপার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে টাইটেনিয়াম অক্সাইড, পটাসিয়াম নাইট্রেট, কৃত্রিম রঞ্জক, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্লোরিন ব্লিচের মতো বিষাক্ত পদার্থ থাকে। এগুলির সংরক্ষণ, বিক্রয় এবং বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হল।’ প্রসঙ্গত, পানের দোকান, চায়ের দোকান এবং বহু মুদিখানার দোকানেও এই ‘রোলিং পেপার’ দেদার বিক্রি করা হয়। এগুলি বিভিন্ন রকম মাদক দ্রব্য এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য ব্যবহিৃত হয়। অবিলম্বে এগুলিকে রাজ্যের সমস্ত দোকান থেকে সরানোর নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। তবে 'রোলিং পেপার' ছাড়াও 'স্মোকিং কোন' এবং অনুরূপ পণ্যের সংরক্ষণ, বিক্রয় এবং বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

প্রসঙ্গত, 'ড্রাই স্টেট' হিসাবে পরিচিত গুজরাট। সেখানে নিষিদ্ধ মদ। কিন্তু তা সত্ত্বেও গুজরাটে লুকিয়ে মদ বিক্রির ভুরিভুরি অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে ‘রোলিং পেপার’ নিষিদ্ধ হল। প্রশ্ন উঠছে, খাতায় কলমে নিষেধাজ্ঞা জারি করা হলেও বেআইনিভাবে এগুলির বিক্রি কি রোধ করা যাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটে আগেই নিষিদ্ধ হয়েছে মদ।
  • এবার ‘ড্রাই স্টেট’-এ নিষিদ্ধ হল ‘রোলিং পেপার’।
  • ধূমপান রোধ করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের সরকার।
Advertisement